X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মায়ের চিকিৎসা ভালো হবে ভেবেই ল্যা. নায়েক রোমানের আনন্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ২০:০৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২০:৩৯

রোমান সানা এখন ল্যান্স নায়েক ২০১৯ সাল দু’হাত ভরে দিয়েছে রোমানা সানাকে। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে খুলনার তরুণ জিতেছেন ১৪টি পদক। আর্চারিতে বাংলাদেশকে নিয়ে গেছেন অনেক উঁচুতে। এই বছরেই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে পেয়েছেন সরাসরি ২০২০ টোকিও অলিম্পিকে খেলার টিকিট। শুধু তা-ই নয়, বছরের শেষভাগে এসএ গেমসে সোনা জিতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে করেছেন আলোকিত। রোমানকে নতুন বছরও দিলো বড় প্রাপ্তির আলো। বাংলাদেশ আনসার ও ভিডিপির ল্যান্স নায়েক এখন তিনি।

২০১৪ সালে এই বাহিনীতে সৈনিক পদে যোগ দেওয়া রোমান পদোন্নতি পেয়েছেন। আজ (মঙ্গলবার) খিলগাঁওয়ের আনসার ও ভিডিপির সদর দফতরে রোমানকে ল্যান্স নায়েকের ব্যাজ পরিয়ে দেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। এই অর্জনের সঙ্গে এসএ গেমসে সাফল্যের পুরস্কার হিসেবে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা পুরস্কারও পেয়েছেন রোমান।

মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা রোমান এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। তবে সংসারের নানা সমস্যার সম্মুখীন হতে হয় প্রায়ই। মায়ের চিকিৎসার সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা তো রয়েছেই। তবে এখন পদোন্নতি পাওয়ায় বেতন বেড়েছে। তাই মায়ের চিকিৎসা আরও ভালোভাবে করতে পারবেন ভেবে তৃপ্তির ঝিলিক তার চোখেমুখে, ‘আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এই প্রাইজমানি অনেক প্রেরণার। এখন আমি ল্যান্স নায়েক, পদোন্নতির ফলে এখন ভালো বেতন পাবো। এটা দিয়ে আমার মাকে আরও ভালো চিকিৎসা করাতে পারবো। তাছাড়া সংসারেও আগের চেয়ে বেশি সাহায্য করতে পারবো।’

নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে আনসার ও ভিডিপির ১৪৪ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিল। যার মধ্যে একক ও দলগতে ৮ সোনা, ১৩ রুপা ও ৪৭ ব্রোঞ্জ পদক এসেছে। সংবর্ধনায় পদকজয়ীদের ৩৩ লাখ ২৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়েছে। একক ইভেন্টের সোনাজয়ীকে ১ লাখ, রুপাজয়ীকে ৭৫ হাজার ও ব্রোঞ্জ জয়ীকে দেওয়া হয়েছে ৫০ হাজার করে টাকা। এদের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার টাকা পেয়েছেন রোমান।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত