X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মুশফিকের পাকিস্তানে না-যাওয়া ভালোভাবে নেননি নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ২০:৫৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২১:১৫

সংবাদ সম্মেলনে নাজমুল নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় পাকিস্তান সফরে যাননি মুশফিকুর রহিম। বাংলাদেশের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যানকে ছাড়াই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। মুশফিকবিহীন দলের পারফরম্যান্স ছিল হতশ্রী। ২-০ ব্যবধানে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ, যদিও তৃতীয় ম্যাচটিকে মাঠেই গড়াতে দেয়নি বৃষ্টি।

মুশফিক থাকলে এমন ব্যর্থ দল হতো কি হতো না সেটি অন্য প্রশ্ন। তবে তার পাকিস্তানে না যাওয়াটাকে ভালোভাবে নেননি বিসিবি সভাপতি সভাপতি নাজমুল হাসান। সরাসরি কিছু না বললেও বেক্সিমকো কার্যালয়ে বসে বুঝিয়ে দিলেন, পাকিস্তান সিরিজে মুশফিকের এমন সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট!

নিরাপদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হরে আসার পর মুশফিককে টেস্ট সিরিজ খেলার ব্যাপারে অনুরোধ করবে কি না বিসিবি, এমন প্রশ্নে নাজমুল হাসানের কথা, ‘আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। হঠাৎ করে না যাওয়ার কথা বললে তো সমস্যা! ছয় মাস আগে জানাতে হবে। কারণ হুট করে নতুন কাউকে খেলানো যায় না। এটা আমাদের জন্য কঠিন। তামিমকে দুটি সিরিজে পাইনি, সাকিব নেই, এখন মুশফিক নেই। এ রকম আমরা আশা করিনি। এটা আশার মধ্যে ছিল না।’

বিশ্বকাপ থেকেই বাংলাদেশের পারফরম্যান্স নিম্মমুখী। এরপর শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট, ভারতে দ্বি-পাক্ষিক সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ-সবগুলো সিরিজেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশার।

নাজমুল মনে করেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপুস্থিতিই এই সমস্যার কারণ, ‘সাকিব নিউজিল্যান্ড সফরে যায়নি। এরপরে দেখলাম তামিম দুই সিরিজ গেল না। এখন দেখলাম মুশফিক। এরকম হঠাৎ করে যদি জানি, তাহলে আমদের জন্য দল গঠনে সমস্যা। পাকিস্তান সফরে মুশফিক যায়নি, ও তো (মুশফিক) আমাদের মূল প্লেয়ার, ওদের বিকল্প তো আমাদের তৈরি করতে হবে। তৈরি করার সুযোগ দিতে হবে। ওদের অবর্তমানেই আমাদের দলটা থিতু হতে পারছে না।’

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের কারণে জুনিয়ররা নিয়মিত হতে পারছেন না! তাদের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা ভোগেন নিরাপত্তাহীনতায়। এই কারণেই সঠিক সমন্বয় হচ্ছে না বলে মনে করেন নাজমুল, ‘টিম ম্যানেজমেন্ট বলেন, বোর্ড বলেন আমরা কিছু বিষয় নিয়ে সংগ্রাম করছি। যেমন ভারত সফরের তিনদিন আগে জানলাম সাকিব খেলতে পারবে না। এটা তো বড় ধাক্কা। সাকিবের রিপ্লেসমেন্ট নেই। তামিম বলল, সেও যাবে না। তামিমের অবর্তমানে আমরা ভারত সিরিজে নাঈমকে নামালাম। এখন তামিম ফিরে আসার পর ওপেনিংয়ে হুট করে বদল আনাও কঠিন। এবার মুশফিক যায়নি। চার নম্বর পজিশন নিয়ে সমস্যা হয়েছে। সামনে একটা টেস্ট আছে। মুশফিকের চেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান তো আমাদের নেই। এখন চারে নতুন একজনকে খেলাতে হবে। ও কী করবে? একটা টেস্টের জন্য খেলা যায়? ও যদি ভালো করে, ও তাও জানে পরের টেস্টে ওর সুযোগ নাই। আর খারাপ করলে তো ক্যারিয়ার শেষ। এত টেনশন নিয়ে তো খেলা যায় না। অন্তত তিন ম্যাচ খেলতে দিতে হবে। সব মিলিয়ে হুটহাট কারো না খেলাটা দলে প্রভাব ফেলে।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত