X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

জয় দিয়ে লিগ শুরু মোহামেডানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭

গোলের মুহূর্তের ছবি। ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলা মোহামেডান স্পোর্টিংয়ের চোখ লিগ শিরোপার দিকে। শুরুতেই তারা সফল। নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে সাদা-কালো জার্সিধারীরা। একমাত্র গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়াসংঘকে।

ক্যাসিনো-কাণ্ডে মোহামেডান ও আরামবাগের জেরবার অবস্থা। দুই দলই ধুঁকছে। এর মধ্যে সাবেক খেলোয়াড়েরা মোহামেডানের হাল ধরেছেন। অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ান কোচ শন লেনের অধীনে অনুশীলন করছেন হিমেল-সজীবরা।

লিগের শুরুর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স মোহামেডানের। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আধিপত্য ছিল তাদের। ম্যাচ শুরুর ১৫ মিনিটে সুযোগও আসে। তবে শাহেদ হোসেনের শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে যায়।

২৯ মিনিটে একমাত্র গোলটি আসে। নাইজেরিয়ার উগুচুকু ওবি মনেকে বাঁদিক দিয়ে প্রতিপক্ষের স্বদেশি ডিফেন্ডার এলিটা বেঞ্জামিনকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল পাঠিয়ে দেন দূরের পোস্টে।

বিরতির পরও মোহামেডানের আক্রমণের ধার কমেনি। তবে এই অর্ধে আক্রমণ করেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। ৪৭ মিনিটে মালিয়ান সোলেমানে দিয়াবাতের বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়ে বার উঁচিয়ে মারেন। ফাঁকে ফাঁকে আরামবাগ গোল শোধ দেয়ার চেষ্টা করেছে।

৫০ মিনিটে সমতায় ফেরার সহজতম সুযোগ নষ্ট করেছেন মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ। প্রতিআক্রমণ থেকে বল পেয়ে দ্রুত বক্সের বাঁদিক দিয়ে ঢুকে এলিটা কিংসলে দারুণ স্কয়ার পাস দেন মোস্তফাকে, হাতছোঁয়া দূরত্ব থেকে এই মিশরীয় বিস্ময়করভাবে বল পাঠান বারের ওপর দিয়ে।

দু’মিনিট বাদে ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেননি মোহামেডানের ইউসুফ সিফাত। ৮০ মিনিটে গোলের আচমকা পাওয়া সুযোগ হেলায় নষ্ট করেছেন বদলি মিডফিল্ডার আব্দুল বাতেন কোমল। গোলমুখের জটলায় গোলকিপারকে একা পেয়েও তিনি ঠিকঠাক শট নিতে পারেননি। ততক্ষণে বল আয়ত্ত্বে নেন মোহামেডান গোলকিপার মোহাম্মদ হোসেন সুজন।

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে