X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গেতাফেকে হারিয়ে আপাতত রিয়ালের সঙ্গী বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৪

জয়ের উচ্ছ্বাস বার্সেলোনার বার্সেলোনার ঠিক পরেই গেতাফে। টানা চারটি লা লিগা জিতে ন্যু ক্যাম্পে এসেছিল তারা। কাতালান জায়ান্টদের মাঠে বুক চিতিয়ে লড়াই করেছে টেবিলের তিন নম্বর দল। তবে লা লিগায় তাদের বিপক্ষে হোমে অজেয় থাকাটা বার্সা বাড়িয়ে নিলো ১৫ ম্যাচে। ২-১ গোলে জিতেছে কিকে সেতিয়েনের দল।
২-০ গোলে এগিয়ে থেকে বার্সেলোনা প্রথমার্ধ শেষ করলেও ম্যাচের আবহ ছিল ভিন্ন। প্রথম আধঘণ্টা গেতাফের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সবার আগে জাল কাঁপায় তারা। কিন্তু ভিএআরে গোলটা বাতিল হয়। এরপরই নড়েচড়ে বসে বার্সেলোনা। ৬ মিনিটের ব্যবধানে দুটি গোলে স্বস্তি নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। তবে ম্যাচ এক ঘণ্টা পার হওয়ার কিছুক্ষণ পরই গেতাফে এক গোল শোধ দিলে ম্যাচে উত্তেজনা ফেরে। শেষ পর্যন্ত আর কোনও গোল হয়নি। তাতে টানা তিন জয়ে পয়েন্টে রিয়াল মাদ্রিদকে স্পর্শ করে বার্সা। 

অবশ্য রিয়ালকে টপকে শীর্ষে উঠতে পারেনি বার্সা। ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সবার ওপরেই আছে মাদ্রিদ ক্লাব। রবিবার তারা সেল্তা ভিগোর মাঠে নামবে বার্সার সঙ্গে ব্যবধান বাড়াতে। ২৪ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়নরা। হারলেও বার্সার সমান খেলে ৪২ পয়েন্ট নিয়ে তিনে গেতাফে।

১৫ মিনিটে সার্জি বুশকেৎসের বাড়ানো বলে মেসি গেতাফে গোলকিপার দাভিদ সোরিয়াকে পরাস্ত করতে ব্যর্থ হন। এর ৮ মিনিট পর অ্যালন নিয়ম জাল খুঁজে পেলেও উদযাপন করতে পারেনি অতিথি দল। ক্যামেরুন ডিফেন্ডারের লক্ষ্যভেদী হেড ভিএআরে বাতিল হয় স্যামুয়েল উমতিতি ফাউলের শিকার হওয়ায়।

৩৩ মিনিটে মেসির অ্যাসিস্টে বাঁ পায়ের ছোঁয়ায় জাল কাঁপান আন্তোয়ান গ্রিজমান। সার্জি রবার্তো অল্প সময়ের মধ্যে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন। দলীয় প্রচেষ্টায় দারুণ গোল করেন তিনি। ৬৬ মিনিটে আনহেল একটি গোল শোধ দেয়। ৭২ মিনিটে সমতা প্রায় ফিরিয়েছিল গেতাফে। বার্সা গোলকিপার আন্দ্রে টের স্টেগেন ডাবল সেভে দলকে বাঁচান। দুই মিনিট পর গ্রিজমানের শট গোলবারের ওপর দিয়ে গেলে আর ব্যবধান বাড়েনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা