X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিসিবি প্রধানের বার্তা পাননি মুমিনুল-ডমিঙ্গো!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৯

টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো কোচ, ম্যানেজার ও অধিনায়ক নিয়ে গঠিত টিম ম্যানেজমেন্টের দায়িত্ব দলের কৌশলগত নানা পরিকল্পনা করা। সেই পরিকল্পনার সবকিছু বিসিবি সভাপতি নাজমুল হাসানকে জানাতে হবে। শুধু তা-ই নয়, সেই সব পরিকল্পনা পরে বদল হতে পারবে না। গত বুধবার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন বিসিবি প্রধান। যদিও নাজমুলের বার্তা পাননি প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মুমিনুল হক। শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন তারা।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট। শুক্রবার সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশের প্রধান কোচ ডমিঙ্গো অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। জানতে চাওয়া হয়, আপনি কি একাদশ ও দলের পরিকল্পনা বোর্ড সভাপতিকে জানিয়েছেন? উত্তরে বাংলাদেশ কোচ দিলেন অন্যরকম তথ্য, ‘দল নিয়ে কাউকে কিছু জানানোর জন্য আনুষ্ঠানিকভাবে আমাকে কিছু বলা হয়নি। এখন পর্যন্ত এমন কিছু করার পরিবেশ তৈরি হয়নি। বোর্ড সভাপতির মতো আমিও দল নিয়ে খুব উৎসাহী। আমি বেতন পাচ্ছি সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং এটাই আমার কাজ।’

ঠিক একই প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক ‍মুমিনুলকে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক যেন আকাশ থেকে পড়লেন, ‘আমি তো এ ব্যাপারে কিছুই জানি না, আপনাদের কাছ থেকে শুনলাম। আমার পক্ষে এই বিষয়ে মন্তব্য করা কঠিন।’

বিশ্বকাপের আগে নিয়মিত হালনাগাদ খবর পেতেন, কিন্তু হঠাৎ করেই নাজমুলকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটা ধারা তৈরি হয়েছে। আর এতে বিরক্ত বিসিবি প্রধান। গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন তিনি জানতেন, চোটের কারণে মাশরাফি ও মুশফিক খেলছেন না। কিন্তু সকালে দেখেন দুজনই আছেন একাদশে। সর্বশেষ ভারত সফরে গোলাপি বলের টেস্টে টসের সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেন নাজমুল।

এই কারণে বুধবার তিনি টিম ম্যানেজমেন্টকে দিক-নির্দেশনা দিয়েছেন এসব ব্যাপারে, ‘টিম ম্যানেজমেন্টকে ডেকে বলে দেওয়া হয়েছে কে কী সিদ্ধান্ত নিচ্ছে। সাধারণভাবে আগের ফর্মুলাতেই চলবে। আমি আগেরদিন জানতে চাই গেম প্ল্যান কী।’ যদিও বাংলাদেশের টেস্ট অধিনায়ক ও কোচ বলছেন, তারা বিসিবি সভাপতির কাছ থেকে এমন কোনও বার্তা পাননি!

বাংলাদেশের দায়িত্ব নিয়েই কঠিন পরিস্থিতির মধ্যে ডমিঙ্গো। বিষয়টি কতটা চ্যালেঞ্জিং, প্রশ্নটা উঠতেই এই দক্ষিণ আফ্রিকানের স্পষ্ট জবাব, ‘ভুলে যাবেন না আমি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। এমন নয় যে আমি ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া থেকে এসেছি, সব কিছু সহজ-স্বাভাবিকভাবে করা যাবে। দক্ষিণ আফ্রিকাতে কাজটা কঠিন ছিল।’

আরও পড়ুন-


আগেই ‘গেম প্ল্যান’ জানতে চান বিসিবি সভাপতি

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত