X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাঈম-জায়েদে স্বপ্ন দেখছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৮

আরেকটি সাফল্য, মিঠুনের সঙ্গে নাঈমের হাই-ফাইভ বিসিএলে ১৩ উইকেট পাওয়ার সুখস্মৃতি সঙ্গী করেই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন নাঈম হাসান। ঢাকা টেস্টে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষাই নিয়েছেন ডানহাতি এই অফস্পিনার। বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে উঠা দুই ব্যাটসম্যান প্রিন্স মাসভাউরি ও ক্রেগ আরভিনকে ড্রেসিংরুমে ফেরান এই স্পিনার। দিনশেষে ৩৬ ওভারে ৬৮ রান খরচায় তার শিকার ৪ উইকেট। টানা ৩২ ওভার বোলিং করেছেন দীর্ঘদেহী অফস্পিনার, দলের ৪০ শতাংশই বোলিং করেছেন একাই। রবিবার দ্বিতীয় দিনের শুরুতে নাঈম অপেক্ষায় থাকবেন ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট শিকারের!

নাঈম ছাড়াও প্রথম দিন ছন্দময় বোলিং করেছেন আবু জায়েদ। শুরুতে কিছুটা সমস্যা হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজের কারিশমা দেখান ডানহাতি এই পেসার। ব্যাটিং বান্ধব উইকেটে ইনসুইং-আউটসুইংয়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের পরাস্ত করেন আবু জায়েদ। দিন শেষে ১৬ ওভার বোলিং করে দুটি উইকেট পকেটে পুরেছেন এই পেসার।

ইনিংসের অষ্টম ওভারেই ওপেনার কেভিন কাসুজাকে ফিরিয়ে শুভসূচনা করে তিনি। কিন্তু মাসভাউরি দ্বিতীয় উইকেটে নামা অধিনায়ক আরভিনকে সঙ্গে নিয়ে ১১১ রানের জুটি গড়েন। দুই পাশ থেকে আবু জায়েদ, ইবাদত হোসেন, তাইজুল ও নাঈম কেউই সাফল্য তুলে নিতে পারছিলেন না। তাদের এই জুটিতে ড্রেসিংরুমে অস্তস্বিকর পরিবেশের সৃষ্টি হয়! ড্রেসিংরুম থেকে বাইরে বেরিয়ে আসেন তিন কোচ ওটিস গিবসন, রাসেল ডোমিঙ্গো ও ড্যানিয়েল ভেট্টোরি। তিনজনকেই দেখা যায় ডাগআউটের বাইরে দাঁড়িয়ে মুমিনুলকে পরামর্শ দিতে। এর কিছুক্ষণ পরই আসে সাফল্য!

৬৪ রান করা ওপেনার মাসভাউরিকে ফিরতি ক্যাচে ফেরান ডানহাতি স্পিনার নাঈম। এই রান করতে ৫৮ ও ৫৯ রানে দুবার জীবন পান জিম্বাবুয়ের এই ওপেনার।  তখনও অন্যপ্রান্তে অবিচল ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক আরভিন। অন্যপ্রান্তে টেলর, সেকেন্দার রাজা, মারুমাকে তিথু হতে দেননি রাহী-নাঈম জুটি। পুরো দিনটি নিশ্চিতেই কাটিয়ে দিতে পারতেন আরভিন। কিন্তু দিন শেষ হওয়ার দুই ওভার আগে নাঈমের বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান জিম্বাবুয়ের অধিনায়ক। ততক্ষণে অবশ্য ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ২২৭ বলে ১৩ চারে ১০৭ রান করে, তিনি দেখালেন কীভাবে টেস্ট খেলতে হয়!

মাসভাউরি ও আরভিন ইনিংসের ওপর ভর করে জিম্বাবুয়ে ৬ উইকেটে ২২৮ রান করে দিনশেষ করেছে। রবিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনটা মহাগুরুত্বপূর্ণ স্বাগতিকদের জন্য। প্রথম ঘণ্টায় জিম্বাবুয়ের শেষ চারটি উইকেট তুলে নিতে পারলে আড়াইশোর কমে আটকে দেওয়া সম্ভব হবে। প্রথম দিনের শেষ দুই সেশনে বাংলাদেশের বোলিংয়ে দেখে তেমন প্রতাশা করা যেতেই পারে। হয়তো আবু জায়েদ-নাঈম হাসানের বোলিংয়ের হারের বৃত্ত ভাঙ্গতে পারবে মুমিনুলের দল।

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ