X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

করোনা সংক্রমণের দায়ে তুরস্কের কাঠগড়ায় আইওসি

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২০, ২১:০৮আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:১০

করোনা সংক্রমণের দায়ে তুরস্কের কাঠগড়ায় আইওসি বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে টোকিও ২০২০ অলিম্পিক এক বছর পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ( আইওসি )। তারপরও আইওসি সমালোচনার হাত থেকে রেহাই পাচ্ছে না। সমালোচনাই শুধু নয়,  রীতিমতো দায়ই নিতে হচ্ছে আইওসিকে। তুরস্কের বক্সিং ফেডারেশনের সভাপতি আইয়ুপ গজেচ, তার দেশের দুই বক্সার ও কোচের করেনা-সংক্রমিত হওয়ায় কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আইওসি টাস্কফোর্সকে।

গজেচের অভিযোগ, দুই তুর্কি বক্সারের সঙ্গে তাদের কোচ টোকিও অলিম্পিক অলিম্পিক গেমসের বাছাই প্রতিযোগিতায় অংশ নিতে গত সপ্তাহে গিয়েছিলেন লন্ডনে। আর সেখান থেকেই তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফিরেছেন তুরস্কে। করোনা মহামারির এই সময়টায় এ প্রতিযোগিতা আয়োজন করাই তো ঠিক হয়নি।  ‘গোটা বিশ্ব যখন এই ভাইরাস রুখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমনকি আমরা অনেকেই যখন উদ্বিগ্ন এবং অন্য সব খেলা স্থগিত, তখন আইওসি টাস্কফোর্স ও ব্রিটিশ সরকার এই প্রতিযোগিতা আয়োজনের অনুমতি দিয়েছে। এটি আমাকে স্তম্ভিত করে দিয়েছে’- বলেছেন গজেচ।  ‘এটি একেবারেই দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ’ বলে তুর্কি বক্সিং ফেডারেশনের সভাপতি ও ইউরোপীয় বক্সিং কনফেডারেশনের অন্যতম সহসভাপতি দায় চাপিয়েছেন আইওসির ওপর,  ‘এর ফলেই আমাদের দলের তিনজন এখন করোনাভাইরাস পজিটিভ।’ তাদের চিকিৎসা চলছে এবং এখন তারা ভালো আছেন বলেও জানিয়েছেন তুরস্কেবক্সিং কর্মকর্তা।

লন্ডনের কপার বক্স অ্যারেনায় টোকিও অলিম্পিকের এই বাছাই প্রতিযোগিতায় ৪০ দেশের ৩৫০ জন বক্সার অংশ নেন। ভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখে তিনদিন পরই অবশ্য প্রতিযোগিতা স্থগিত করা হয়। তবে প্রতিযোগিতা শুরুর আগে ইউরোপীয় বক্সিং কনফেডারেশনের সভাপতি ফ্রাঙ্কো ফালসিনেল্লি সতর্ক করে দিয়ে বলেছিলেন, বক্সিং শরীর সংসম্পর্শমূলক খেলা বলে এতে ভাইরাস সংক্রমণের ঝুঁকি খুব বেশি।

প্রতিযোগিতার ভেন্যু ও বক্সারদের হোটেলে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা ছিল না- এটি উল্লেখ করে আইওসির কাছে অভিযোগ উত্থাপন করবেন বলে জানিয়েছেন গজেচ।

এদিকে স্থানীয় আয়োজক কমিটির এক মুখপাত্র দাবি করেছেন যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থাই নেওয়া হয়েছিল।

আইওসির এক মুখপাত্র বলেছেন, বোধগম্য কারণেই তারা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে বিস্তারিত জেনে মন্তব্য করবেন।

 

/পিকে/আপ- এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে