X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গ্যারেজে মানস-মৌদের অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ২৩:০১আপডেট : ৩১ মার্চ ২০২০, ২৩:০১

গ্যারেজে অনুশীলন করছেন মানস-মৌরা আগামীকাল (বুধবার) থেকে শুরু হওয়ার কথা ছিল দেশের ঘরোয়া আসরের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব বাংলাদেশ গেমস। কিন্তু করোনাভাইরাসের কারণে সবকিছু ওলটপালট। মাঠে থাকার বদলে খেলোয়াড়দের থাকতে হচ্ছে ঘরে। অবশ্য বাসায় থাকলেও ফিটনেস ধরে রাখার সঙ্গে স্বল্প পরিসরে অনুশীলন করে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম টেবিল টেনিসে পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী।

করোনার কারণে সবকিছু বন্ধ থাকায় মানস চট্টগ্রামের রহমতগঞ্জের বাড়ির গ্যারেজ বেছে নিয়েছেন অনুশীলনের জন্য। সেখানে নিয়মিত চলছে অনুশীলন। তার সঙ্গে আছেন জাতীয় দলের আরেক খেলোয়াড় সাদিয়া রহমান মৌ, বিভু বিশ্বাস ও জাহিদ। বাড়ির গ্যারেজে টেবিল টেনিস বোর্ডে দিনে একবার হলেও অনুশীলন করছেন মানস-মৌরা।

অনুশীলন প্রসঙ্গে মানস বলেছেন, ‘করোনার কারণে আমরা বেশ সচেতন হয়েই নিজেদের মতো করে অনুশীলন করে যাচ্ছি। সাবান দিয়ে কিংবা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখছি। প্রয়োজনে মাস্কও পরছি। সবাই দূরত্ব রেখেই নিজেদের প্রস্তুতি সারছি।’

করোনার কারণে এখন সবকিছু বন্ধ। তাই চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের জিম কিংবা ফ্রেন্ডস ক্লাবে গিয়ে অনুশীলন চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। মানস সেটি জানিয়ে বললেন, ‘বাংলাদেশ গেমস ও প্রিমিয়ার লিগ টেবিল টেনিস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে হচ্ছে না। সবকিছু এখন বন্ধ। তাই আমার বাড়ির গ্যারেজই আমাদের অনুশীলনের ভেন্যু। যদিও এখানে আমি আগে থেকেই অনুশীলন করি। এখন সবকিছু বন্ধ থাকায় এখানেই নিয়মিত অনুশীলন করছে অনেকেই।’

মৌ ছাড়া বাকি তিনজন চট্টগ্রামের স্থানীয়। মামার বাড়িতে বেড়ানোর ফাঁকে টেবিল টেনিস অনুশীলনও চালিয়ে নিচ্ছেন তিনি। মৌ প্রসঙ্গে মানস বলেছেন, ‘মৌর মামা বাড়ি আমার বাসার কাছাকাছি। তাই ও নিজেই  আমার এখানে অনুশীলন করে থাকে। এছাড়া অন্যরাও আসে। সব ধরনের সাবধানতা মেনেই আমরা অনুশীলন করে যাচ্ছি, যেন করোনা পরিস্থিতির পর খেলা শুরু হলে শতভাগ ফিটনেস নিয়ে অংশ নিতে পারি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
হংকংকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু 
হংকংকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু 
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!