X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৩০০ জনকে খাবার দিচ্ছেন জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ২৩:৫৩আপডেট : ৩১ মার্চ ২০২০, ২৩:৫৯

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে করোনাভাইরাস আতঙ্কে ঘরবন্দি মানুষ। এতে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের লোকজন, বিশেষ করে যারা দিন আনে দিন খায়। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ এই অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যেমন শুক্রবার থেকে দুস্থদের হাতে দুপুরের খাবার তুলে দেওয়ার কারযক্রম শুরু করেছে। এবার জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আগামীকাল (বুধবার) দুপুরে বাফুফে ভবনে তার উদ্যোগে ৩০০ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হবে।

ফুটবলাঙ্গনে জেমি ডের জনপ্রিয়তা কম নয়। দেশের যে প্রান্তে গেছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন। ডেও ভালোবাসেন এই দেশকে, দিনকয়েক আগে বাংলাদেশকে ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করেছেন। তাই এ দেশের মানুষের প্রতি আলাদা টান থেকে এগিয়ে এসেছেন।
ইংল্যান্ড থেকে ডে এই বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘একজন ক্রীড়া সাংবাদিক আমাকে এই আইডিয়া দিয়েছেন। আর আমিও চিন্তা করেছি করোনাভাইরাসের সমস্যা তো বিশ্বব্যাপী। বাংলাদেশও ভুগছে। তাই সেই ধারণা থেকে আমি নিজেই উদ্বুদ্ধ হয়ে কিছু মানুষের হাতে একবেলা খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন।’

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও নিশ্চিত করেছেন বিষয়টি, ‘জেমি ডে এখন ছুটিতে ইংল্যান্ডে আছে। সেখান থেকে আমাদের তার ইচ্ছার কথা বলেছেন। তিনি করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া লোকদের একবেলা খাওয়াতে চাইছেন। আমরা তাই বাফুফে ভবনে বুধবারের খাবারটি তার পৃষ্ঠপোষকতায় করতে যাচ্ছি। তার ইচ্ছা অনুযায়ী অন্তত ৩০০ ব্যক্তির হাতে খাবার তুলে দেবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!