X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ঘরে নতুন অতিথি আসছে, জানালেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ১৯:০৯আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৯:২৩

স্ত্রী ও সন্তানের সঙ্গে সাকিব (ফাইল ছবি) করোনাভাইরাসের সংকটকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবারই সবাইকে সতর্ক ও সুরক্ষিত থাকার আহ্বান জানিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে এবার দিলেন অন্যরকম একটি খবর। বিশ্বজুড়ে চলমান কঠিন সময়ে ঘরে নতুন অতিথি আসার সুসংবাদ দিয়েছেন এই অলরাউন্ডার। দ্বিতীয়বার কন্যা সন্তানের বাবা হচ্ছেন তিনি।

আজ (মঙ্গলবার) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়ে আলাইনার একটি ছবি পোস্ট করেছেন সাকিব, যার ক্যাপশনে লিখেছেন ‘বিগ সিস্টারহুড’। ছবিতে সাকিব-কন্যা সদ্যজাত শিশুর জামা নিয়ে দাঁড়িয়ে, আর তার ওপরে লেখা, ‘বাড়িতে স্বাগতম’। তবে নতুন অতিথির ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি সাকিব।

সাকিবের ফেসবুক পোস্ট তবে এই ছবি পোস্ট করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল জন্মেছে- সাকিব তাহলে আবারও কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন। পোস্টটির মন্তব্যের ঘরে সাকিব পরিবারকে শুভকামনায় ভাসিয়ে দিচ্ছেন তার ভক্ত-সমর্থকরা। কারও কারও তো তর সইছে না সাকিবের দ্বিতীয় সন্তানকে দেখার! তবে ঠিক কবে এই অলরাউন্ডারের দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখবে, সে ব্যাপারেও কিছু জানা যায়নি।

ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা না জানানোর শাস্তি হিসেবে ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা সাকিব এই মুহূর্তে স্ত্রী ও কন্যার সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রে।

মার্চের শুরুতে দেশে ফিরেছিলেন তিনি। বেশ কিছুদিন জন্মস্থান মাগুরাতে সময় কাটান। এরপর গত ২১ মার্চ তিনি চলে যান যুক্তরাষ্ট্রে। কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি তিনি, থাকতে হয়েছে আইসোলেশনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে স্ত্রী ও সন্তান থেকে কাছেরই একটি হোটেলে ১৪ ‍দিন স্বেচ্ছায় আলাদা থাকেন। এরপর ৩ এপ্রিল ফেরেন পরিবারের কাছে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা