X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অফুরন্ত সময়, কিন্তু ভালো নেই রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২০, ১৭:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৯:৪০

পেসার রুবেল হোসেন ‘কী করছেন?’- মুঠোফোনের এপাশ থেকে প্রশ্নটা করতেই উত্তর এলো ‘কী করবো, বাচ্চার সঙ্গে আছি। ঘুমাচ্ছে না, ঘুম পাড়ানোর চেষ্টা করছি। এই নিয়েই তো দিন যাচ্ছে।’ করোনাভাইরাসে থমকে যাওয়া জীবন এভাবেই ‘ঘরবন্দি’ হয়ে কাটছে পেসার রুবেল হোসেনের।

প্রাণঘাতী ভাইরাস থেকে নিজে বাঁচতে, অন্যকে বাঁচাতে ঘরে থাকার বিকল্প নেই। রুবেলও তাই মিরপুরে গৃহবন্দি হয়ে আছেন। সময় কাটাচ্ছেন ৭ মাস বয়সী ছেলে আয়ান হোসেনের সঙ্গে। বাবাকে ছাড়া কিছুই বোঝে না সে। ব্যস্ত জীবনে করোনা পরিবারের সঙ্গে থাকার সুযোগ করে দিলেও ক্রিকেট ছাড়া জীবন ভালো যাচ্ছে না রুবেলের।

আজ (শনিবার) দুপুরে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে রুবেল জানালেন সে কথা, ‘আমরা ক্রিকেটারদের এমন অঢেল সময় কখনও আসেনি। আমরা মাঠে থাকতে অভ্যস্ত। এতটা সময় ঘরবন্দি হয়ে থাকা আমাদের জন্য কষ্টের। তারপরও আমার ছেলেটার সঙ্গে সময় কাটছে। ও না থাকলে বেঁচে থাকা কষ্টের হতো। ওর সঙ্গে খেলছি, ওকে খাওয়াচ্ছি, ওকে ঘুম পাড়াচ্ছি। সব মিলিয়ে ওকে নিয়েই আমার দিনগুলো কাটছে।’

রুবেলের বৃদ্ধ বাবা বাগেরহাটে আছেন। এমনিতে সুস্থ থাকলেও ডায়বেটিসের সমস্যা আছে তার। করোনার ভয়াল থাবায় এই ধরনের রোগীই বেশি সংক্রমণের শিকার হচ্ছে। তাই বাবাকে নিয়ে দুচিন্তায় রুবেলের ঘুম হচ্ছে না, ‘সময় তো কাটে না! সারাক্ষণই নানা টেনশন নিয়ে দিন কাটছে। কখন কী হয়, কিছুই তো প্রেডিকশন করা যাচ্ছে না। ফলে উপভোগ করতে পারছি না। আমি ঢাকাতে আছি। আমার আম্মাও ঢাকাতে। কিন্তু ভাইয়া আর আব্বা বাগেরাহাটে। আব্বার এমনিতেই বয়স হয়েছে, ডায়বেটিসের সমস্যা আছে। ওখানে (বাগেরহাটে) নাকি ঝুঁকি আছে শুনছি। সব মিলিয়ে খুব টেনশন হচ্ছে। এই কারণে অফুরন্ত সময় পেলেও আসলে উপভোগ করতে পারছি না ‘

ছেলে আয়ানের সঙ্গে দিন কাটছে রুবেলের (ফাইল ছবি) ২০১৬ সালে বিয়ের পর স্ত্রীকেও এত সময় কখনোই দিতে পারেননি রুবেল। তাহলে কি এই সময়টা স্ত্রীর সঙ্গে অন্যরকম কাটছে তার? রুবেলের সরল স্বীকারোক্তি, ‘আমাদের ক্রিকেটারদের নানা সময়ে বাইরে থাকতে হয়, এখন আসলে কিছু করার নেই। সবার সুরক্ষার জন্যই আমাদের বাসায় থাকতে হচ্ছে। বাসায় আছি, সবাইকে সময় দিচ্ছি। আমি এই সমস্ত (রান্না করা) কিছুই আসলে পারি না। আমি আমার বাচ্চাকে নিয়েই আছি। এই মুহূর্তে দুনিয়ার সব কিছু ওই (ছেলে) আমার।’

নানা সময়ে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে থাকেন রুবেল। ‘লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরী করে দাম বাড়াচ্ছে তারাই আসলে দেশের করোনা ভাইরাস’, ‘ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন, তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন?’, ‘চাল চোররা হবে দেশদ্রোহী নব্য রাজাকার’- এমন সাহসী পোস্ট দিয়েছেন ডানহাতি পেসার।

এ ব্যাপারে রুবেলের বক্তব্য, ‘আমি ছোটবেলা থেকেই এমন, নানা ইস্যু নিয়ে আমি বলার চেষ্টা করি। অসঙ্গতি নিয়ে আমি বিভিন্ন পোস্ট দেই, সবাইকে সচেতন করার চেষ্টা করি। সংকটকালে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এই চিন্তা থেকেই আমি বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দিচ্ছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা
লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা
বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য
বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি