X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উয়েফা প্রধানের আশা, শিগগিরই দর্শকও ফিরবে মাঠে

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২০, ১৫:৩৯আপডেট : ২০ মে ২০২০, ১৫:৪৭

উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনুমান, যেকোনও খেলাই খুব শিগগগির আর মাঠভর্তি দর্শক নিয়ে ফিরতে পারবে না। আগামী বছরের আগে তো নয়ই। তবে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনসের (উয়েফা) সভাপতি আলেক্সান্ডার সেফেরিন খুব আশাবাদী মানুষ। তিনি আশা নিয়ে বসে আছেন, খুব শিগগিরই আবার দর্শক ফিরতে চলেছে ফুটবল মাঠে।

বিশ্বের প্রধানতম ফুটবল লিগগুলোর অন্যতম জার্মানির বুন্দেসলিগা আবার মাঠে ফিরেছে গত সপ্তাহে। কিন্তু খেলোয়াড়, কোচিং স্টাফ এবং খেলা চালাতে প্রয়োজনীয় অন্য অল্পসংখ্যক কর্মী ছাড়া কোনও দর্শকের প্রবেশাধিকার নেই মাঠে। ইংলিশ প্রিমিয়ার লিগও এরকম দর্শক ছাড়াই শুরু হতে যাচ্ছে আগামী মাসে। ফুটবল মহলের ধারণা, ২০২০-২১ মৌসুমের ফুটবলও হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

তবে সেফেরিন এমনটা আশঙ্কা করেন না। তিনি মনে করেন, করোনাভাইরাস মহামারি এখনও হয়তো মানুষের জীবন এখনও কেড়ে নিচ্ছে, তবে দর্শকদের ফুটবল মাঠে যাওয়া তাতে আটকাবে না। কেন তিনি মনে করেন যে কোভিড-১৯ ফুটবলকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে পারবে না, এমন প্রশ্নে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে সেফেরিন বলেছেন, ‘খুব খারাপ অবস্থা থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে এখন। আমরা আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছি। আমরা প্রস্তুত থাকছি এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলছি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা আবারও দর্শকপূর্ণ আমাদের চিরচেনা সেই ফুটবল ফিরে পাবো খুব শিগগির।’

মাঠে দর্শক ফিরবে কি না ভয় তো শুধু এটি নিয়েই নয়, ফুটবলের অগ্রগতিই পড়তে পারে সংকটে। কারণ ক্লাবগুলোর আর্থিক ক্ষতি হবে প্রচণ্ড এবং সেটাই আগের আবহ দ্রুতই ফিরিয়ে আনতে দেবে না। সেফেরিন এখানেও আশাবাদী, বলেছেন, ‘আমি মনে করি না কোনওকিছু চিরদিনের জন্য বদলে যাবে। এটি নতুন অভিজ্ঞতা এবং যখন আমরা বাজে এই ভাইরাসটি থেকে পরিত্রাণ পাবো, সবকিছুই আবার স্বাভাবিক হবে।’ উয়েফা প্রধানের পরিষ্কার কথা, ‘ফুটবল প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও বদলায়নি, একটি ভাইরাসের কারণেও তা বদলে যাবে না।’

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন