X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আমি বলিনি ভারত ইচ্ছে করেই হেরে গেছে: বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২০, ১৫:৫৪আপডেট : ৩০ মে ২০২০, ০৩:২০

বেন স্টোকস ও তার বই সামাজিক যোগাযোগামাধ্যমে ঝড় উঠে গেছে। বিশ্ব ক্রিকেটের চৌহদ্দিতেও বিষয়টি বেশ আলোচিত। সেটি ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসের লেখা সর্বশেষ বই ‘বেন স্টোকস অন ফায়ারের’ কিছু শব্দ। যা থেকে কেউ ইঙ্গিত পেতে পারেন যে গত ২০১৯ বিশ্বকাপে ভারত ইংল্যান্ডের কাছে ইচ্ছে করেই হেরে গেছে। তবে স্টোকস এটা অস্বীকার করে বলেছেন, তার বইতে এমন কথা তিনি লেখেননি যাতে মনে হতে পারে ভারত ইচ্ছে করেই হেরে গেছে।

পাকিস্তানের সাবেক পেসার সিকান্দার বখত সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডলে দাবি করেন যে স্টোকস তার সাম্প্রতিকতম বইতে লিখেছেন ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ভারত ইচ্ছে করেই হেরে গেছে। স্টোকসের বইকে সাক্ষী মেনে বখত বলতে চেয়েছেন ভারত ইচ্ছে করে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সেমিফাইনালের আগেই বিদায় করে দেওয়ার হীন উদ্দেশ্য থেকেই।

বখতের এই টুইটের প্রত্যুত্তরে এক টুইটার ব্যবহারকারী জানতে চান স্টোকস তার বইয়ের কোথায় এমন মন্তব্য করেছেন। এই টুইটার ব্যবহারকারীর উত্তরটা টুইটেই দিয়েছেন গত বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্বয়ং, ‘আপনি ওটা খুঁজে পাবেন না। কারণ আমি কখনও তা বলিনি… একেই বলে “কথার বিকৃতি” বা “ক্লিকবেইট”।’

গত বিশ্বকাপের বাঁচন-মরণ ম্যাচে ইংল্যান্ড এজবাস্টনে ভারতের মুখোমুখি হয় ৩০ জুন। জনি বেয়ারস্টোর দুর্দান্ত এক সেঞ্চুরি, সঙ্গে জেসন রয়ের ৬৬ এবং স্টোকসের ৫৪ বলে ৭৯ রানের দুটি ইনিংস ইংল্যান্ডকে তুলে দেয় ৩৩৭ রানের পাহাড়ে। তারপর নিজেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের তারায় ভরা ব্যাটিং লাইনআপকে স্টোকসরা থামিয়ে দেন ৫ উইকেটে ৩০৬ রানে। ৩১ রানে ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এগিয়ে যায় ইংল্যান্ড।

এ ম্যাচ হেরে বিরাট কোহলির ভারতকে অবশ্য প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছে। বিশেষ করে উইকেট হাতে রেখেও তাদের রান তাড়া করার ভঙ্গির জন্য। শেষের দিকে তাদের মধ্যে মরিয়া ভাবটা যেন ছিল না। প্রশ্ন ওঠে মহেন্দ্র সিং ধোনির রান তাড়া করার তৎপরতা নিয়ে। ম্যাচ শেষ করে আসার যে সামর্থ্য ও কৌশল তার ছিল, সেটি কি ধোনি তাহলে হারিয়ে ফেললেন, প্রশ্ন ওঠে এমনটাও।

স্টোকস গত বছরের শেষদিকে প্রকাশিত তার এই আত্মজীবনীতে ভারতীয়দের রান তাড়া করার বিষয়টি নিয়েই বলেছেন, বলেছেন এতগুলো উইকেট হাতে রেখে ভারতীয় দলকে একদম শেষ পর্যন্ত যেতে দেখাটা ছিল বিস্ময়কর।

২০১৯ বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়াড় আসলে বলতে চেয়েছেন, রান-রেটের চাপটা বাড়িয়ে একেবারে শেষের দিকে যাওয়াটা এখন আর মোটেই কোনও কাজের কৌশল নয়। কারণ একটা উইকেট পড়ে গেলেই নতুন ব্যাটসম্যানের ওপর  চাপ পড়ে আরও বেশি।

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না