X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনার বিদায়েই হবে করোনা জয়, বললেন আশিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২০, ২১:৩৪আপডেট : ৩০ মে ২০২০, ২৩:২০

বন্ধু আশরাফুলের সঙ্গে আশিক ২০ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে শুক্রবার বাসায় ফিরেছেন সাবেক ক্রিকেটার আশিকুর রহমান। শনিবার তার কাছ থেকে করোনা জয়ের গল্প শুনতে চাইলে আশিক বললেন, করোনার বিদায়েই করোনা জয় সম্ভব, তার আগে নয়। এখন আমি সুস্থ আছি, তবে কাশিটা যায়নি।

১৯৯৭ সাল থেকে আশরাফুলের সঙ্গে ক্রিকেট-যাত্রা শুরু  আশিকুরের। বিসিবি অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলে একসঙ্গে খেলেছেন দুজন। বাংলাদেশের ক্রিকেটের প্রথম বৈশ্বিক তারকা আশরাফুলের বাল্যবন্ধু। সেই বন্ধুত্ব এখনও অটুট। ২০০৭ সালে ক্রিকেট ছেড়ে দিয়ে কোচিংকেই পেশা বানিয়ে নেন, যোগ দেন বিসিবিরর ডেভেলপমেন্ট কোচ হিসেবে। 

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার সময়টাতে নিজের এলাকা বাসাবোতে দুস্থদের মধ্যে ত্রান বিতরণ করতে গিয়েই আক্রান্ত হন করোনায়।  গত ১২ মে আশিকের শরীরে  করোনা শনাক্ত হয়। মুগদা জেনারেল  হাসপাতালে ভর্তি হওয়ার পর ছিলেন আইসোলেশনে।  এরপর ১৮ মে ও ২৬ মে পর পর দুটি পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েও অবশ্য চিকিৎসকের পরামর্শে ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন।

এ প্রতিবেদকের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই বেশ কয়েকবার কাশলেন। শরীরে করোনাভাইরাস না থাকলেও এখনও কাশিটা যায়নি। ডাক্তারও কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো নিয়ম মেনে পালন করে চলা আশিক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখনও পুরোপুরি সুস্থ নই। কাশি আছে। শারীরিক দুর্বলতাও আছে। রিপোর্ট হয়তো নেগেটিভ এসেছে। করোনাজয় সেদিনই হবে, যেদিন বিশ্ব থেকে করোনা দূর হবে, করোনার টিকা আবিষ্কার হবে। সেদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করে যেতে হবে। ডাক্তারের পরামর্শগুলো মেনে চললে মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে যাবো।’

কী সেই পরামর্শ সেটাও জানালেন আশিক, ‘লং, আদা, দারুচিনি মিশিয়ে চা বারবার খেতে বলেছেন। মধু ও গরমপানি দিয়ে খেতে হবে। সঙ্গে প্রচুর পানি। কিছু ওষুধও দিয়েছেন, কাশির সিরাপের সঙ্গে কিছু ট্যাবলেট। এ ছাড়া প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে বলেছেন, যেমন-বাদাম, ডিম, চিকেন।’

বিসিবি ও সবার প্রতি কৃতজ্ঞ আশিক, ‘সবাইকে ধন্যবাদ। আমার পজিটিভ শোনার পর থেকে সবাই আমার খোঁজখবর নিয়েছেন। বন্ধু আশরাফুল থেকে শুরু করে সবাই চিন্তায় ছিলেন। আশা করি সবার ভালোবাসা ও দোয়ায় করোনা থেকে মুক্তি পাবো। এখন দুটো টেস্ট নেগেটিভ আছে। আশা করি পুরোপুরি সুস্থ হয়ে যাবো।’

 নিজের করোনা-অভিজ্ঞতা থেকে অন্যদের জন্য কিছু পরামর্শও দিয়েছেন আশিক, ‘অবশ্যই মানসিক শক্তি বাড়াতে হবে। আত্মবিশ্বাস রাখতে হবে। এই দুটোর সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি করে খেলেই আসলে করোনা থেকে বেঁচে থাকা সম্ভব হবে। প্রসঙ্গত, ২০০২ সালে যুব বিশ্বকাপে খেলা আশিক ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, খেলছেন ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ। লাল বলে ৩৬টি ও সাদা বলে ২১ উইকেট আছে এই ডানহাতি পেসারের।  

জাতীয় নারী ক্রিকেট দলের সহকারী কোচ ছিলেন দীর্ঘ সময়। এছাড়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্ট, বিসিএলে বিসিবি নর্থ জোন, ঢাকা প্রিমিয়ার লিগের ওল্ড ডিওএইচএস ও প্রাইম ব্যাংক ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবেও যুক্ত আছেন। সর্বশেষ বিপিএলে রাজশাহী কিংসের সহকারী কোচ ছিলেন। 

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’