X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘পিএসজিতে ভালো আছে নেইমার-এমবাপ্পে’

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২০, ১৬:৩৪আপডেট : ০৬ জুন ২০২০, ১৬:৩৭

‘পিএসজিতে ভালো আছে নেইমার-এমবাপ্পে’ দলবদলের বাজারে তারা ‘হট কেক’। নেইমারকে ফেরাতে আগ্রহী বার্সেলোনা, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে রয়েছেন রিয়াল মাদ্রিদের রাডারে। সময়ের অন্যতম সেরা দুই তারকা খেলেন যেহেতু একই ক্লাব প্যারিস সেন্ত জার্মেইয়ে, তাই তাদের দলবদলের আলোচনায় সবচেয়ে বেশি প্রশ্ন কিংবা আতঙ্কের মধ্যে থাকে প্যারিসের ক্লাবটি। যদিও নেইমার-বার্সেলোনার দলবদলের কোনও সম্ভাবনা দেখেন না তাদের ক্লাব সতীর্থ আন্দের এরেরা, কারণ দুজন সুখেই আছেন প্যারিসে।

গত মৌসুমে পার্ক ডু প্রিন্সেস ছাড়তে চেয়েছিলেন নেইমার। বার্সেলোনাও তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু পিএসজির সঙ্গে সমাঝোতায় পৌঁছাতে না পারায় ভেস্তে যায় আলোচনা। এমবাপ্পেও ইঙ্গিত দিয়েছেন দলবদলের। রিয়াল মাদ্রিদের প্রতি তার ভালোবাসা স্পষ্ট। যদিও তাদের সতীর্থ এরেরা জানিয়েছেন, তরুণ দুই ফরোয়ার্ড পিএসজিতেই ভালো আছেন। তাছাড়া ফরাসি চ্যাম্পিয়নরা যে তাদের তারকা খেলোয়াড়দের বিক্রি করবে না, সেটাও জানিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার।

নেইমার নাকি এমবাপ্পে- কাকে ধরে রাখতে বেশি কষ্ট হবে পিএসজির, স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসের প্রশ্নটা ছিল এমন। এরেরা কিন্তু বিক্রির প্রসঙ্গে গেলেনই না, ‘আমি আসলে জানি না, কারণ ক্লাবের আয় কিভাবে আসে কিংবা কিভাবে সেটি খরচ হয়, বলতে পারব না। তবে এতটুকু বলতে পারি তারা (নেইমার-এমবাপ্পে) দুজনই এই প্রকল্পের প্রধান চরিত্র। তাছাড়া আমি তো দেখছি তারা ভালোই আছে এবং পিএসজির সঙ্গে মিশে আছে।’

গত কয়েক বছরে মোটা অঙ্কের অর্থ খরচ করে বিশ্বের সেরা সব খেলোয়াড়কে দলে এনেছে পিএসজি। যার মধ্যে এক নেইমারের পেছনেই খরচ হয়েছে ২২২ মিলিয়ন ইউরো। এমবাপ্পেকে কেনার কথা শোনা যায় ১৬০ মিলিয়ন ইউরো। এত খরচ করা ক্লাব অর্থের জন্য কোনও খেলোয়াড়কে বিক্রি করবে বলে মনে হয় না স্প্যানিশ মিডফিল্ডারের, ‘কথাটা আমি কিলিয়ানের (এমবাপ্পে) সঙ্গে আলোচনা করেছি, তারকা খেলোয়াড় বিক্রি করার ক্লাব নয় পিএসজি, তারা বরং তারকা কিনে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া