X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

করোনার হানা এবার টেনিসে

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২০, ১৩:৫৩আপডেট : ২২ জুন ২০২০, ১৪:০৩

ট্যুরে জোকোভিচের সঙ্গে দিমিত্রভ। এবার করোনা হানা দিয়েছে টেনিসেও। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বর তারকা গ্রিগর দিমিত্রভ আদ্রিয়া ট্যুর ইভেন্টে খেলছিলেন নোভাক জোকোভিচের সঙ্গেই। সার্বিয়ার বেলগ্রেডে প্রথম লেগ খেলার পর তারা দ্বিতীয় লেগ খেলছিলেন ক্রোয়েশিয়ার জাদারে। সেখানে উদ্বোধনী ম্যাচ খেলা পরই জানা গেলো করোনা আক্রান্ত বেবি ফেদেরার খ্যাত গ্রিগর দিমিত্রভ।

অবশ্য শুরুতে করোনা আক্রান্ত হওয়ার খবরটি তিনি জানাতে পারেননি। পরে যখন জানালেন, তখন সতর্কতার অংশ হিসেবে বাতিল করা হয় ফাইনাল ম্যাচটি। যেখানে খেলার কথা ছিল নোভাক জোকোভিচের। সার্বিয়ান তারকার প্রতিপক্ষ ছিলেন রাশিয়ার আন্দ্রে রুবলেভ। 

দ্বিতীয় লেগে বোর্না কোরিচের কাছে হারের পর অসুস্থতার কথা বলে নাম প্রত্যাহার করে নেন দিমিত্রভ। পরে ইন্সটাগ্রামেই জানিয়েছেন বিস্তারিত, ‘আমি যদি কারো ক্ষতির কারণ হয়ে থাকি, তাহলে সত্যিই খুব দুঃখিত।’

‘আমি করোনায় পজিটিভ হয়েছি। একই সঙ্গে এই বিষয়টিও নিশ্চিত করতে চাই, এই কয়দিন যারা আমার সংস্পর্শে এসেছেন। তারা যেন করোনা পরীক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপও নেন’- বলেছেন দিমিত্রভ।

অথচ খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস ধরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করেছিলেন জোকোভিচ। করোনার কারণে খেলোয়াড়েরা ঘরে বসে থাকতে থাকতে ধার হারিয়ে ফেলছিলেন বলেই এমন উদ্যোগ নিয়েছিলেন তিনি। তাতে অংশ নিয়েছিলেন টেনিসের শীর্ষ তারকারারা। জোকোভিচ ছাড়াও ছিলেন আলেক্সান্দার জিভেরেভ ও ডমিনিক থিয়েম।

কিন্তু করোনাকালেও ইভেন্টে ছিলা না কোনও সামাজিক দূরত্ব। সার্বিয়ার প্রথম ইভেন্টেই জড়ো হয়েছিলেন ৪ হাজার দর্শক। ক্রোয়েশিয়াতেও অংশ নিয়েছিলেন কয়েক সহস্রাধিক। ক্রোয়েশিয়া ও সার্বিয়া দুই দেশেই লকডাউন শিথিল করা হয়েছে। কিন্তু ইভেন্টে কোনও খেলোয়াড়কেই সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি।

সবচেয়ে আলোচনা হচ্ছে এখন বেশ কিছু ছবি নিয়ে। তিন দিন আগে আক্রান্ত দিমিত্রভের সঙ্গে জোকোভিচসহ বাকিদের বাস্কেটবল খেলার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে খুব। হেরে যাওয়া ম্যাচেও প্রতিপক্ষ কোরিচের কাঁধে হাত রাখতে দেখা গেছে দিমিত্রভকে। এছাড়া জোকোভিচের সংস্পর্শেও আসতে দেখা গেছে তাকে। যদিও আয়োজকেরা জানিয়েছেন, যারাই তার সংস্পর্শে এসেছেন, তাদের কোনও উপসর্গ পাওয়া যায়নি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ