X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পিসিবির মাথা ব্যথার কারণ ‘করোনা নেগেটিভ’ হাফিজ!

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২০, ১৭:৩৩আপডেট : ২৫ জুন ২০২০, ১৭:৩৩

মোহাম্মদ হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করোনা পরীক্ষায় আস্থা রাখতে পারেননি মোহাম্মদ হাফিজ। ফল পজিটিভ আসায় ব্যক্তিগত উদ্যোগে করোনা পরীক্ষা করিয়েছিলেন। সেখানে ফলাফল নেগেটিভ আসায় পিসিবি নিজেই এখন প্রশ্নবিদ্ধ।! তবে হাফিজের এই কর্মটি নিয়ে মোটেও সন্তুষ্ট নয় পিসিবি। 

পিসিবির করোনা পরীক্ষায় পজিটিভ আসেন ১০ ক্রিকেটার। এদের মাঝে হাফিজও ছিলেন। হাফিজ অবশ্য সেই টেস্টের পর দিনই ভিন্ন ল্যাবে আরেকবার পরীক্ষা করিয়ে বসেন।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলছেন, এমনটি করার আগে বোর্ডের সঙ্গে আলোচনা করা উচিত ছিল হাফিজের। কিন্তু হাফিজ তো বাধ্য নন!  পিসিবির নিয়ম ভাঙার বহু উদাহরণও নাকি আছে এই অলরাউন্ডারের। এমনই দাবি ওয়াসিম খানের। তবে হাফিজের কর্মে যে তারা সন্তুষ্ট হতে পারেননি সেটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই প্রধান নির্বাহী কর্মকর্তা, ‘আজকে হাফিজের সঙ্গে কথা বলেছি। তাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, তার কর্মে আমরা মোটেও সন্তুষ্ট নই। ব্যক্তিগতভাবে অবশ্যই তার পরীক্ষা করার অধিকার আছে, কিন্তু এর আগে তার বোর্ডের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কারণ এমনটি করে সে আমাদের জন্য ঝামেলা তৈরি করেছে। আর মিডিয়ার সামনে হাফিজের এমন কাজ এবারই প্রথমবার হয়নি।’

হাফিজের নতুন পরীক্ষার ফলে বিষয়টি এখন পিসিবির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ করোনা পরীক্ষা করে বসে থাকেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। সরাসরি রিপোর্টের ছবি প্রকাশ করেছেন টুইটারে। এ বিষয়টি-ই মেনে নিতে পারছেন না ওয়াসিম, ‘যদিও সে কেন্দ্রীয় চুক্তিতে নেই। কিন্তু একবার সে দলে জায়গা পেলে, সে অবশ্যই নিয়ম ও নীতি মানতে বাধ্য। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে তা আরও বেশি করে ভাবা উচিত। বিষয়টি নিয়ে আমরা দেখছি, কারণ এটা অনেক সমস্যা সৃষ্টি করেছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা