X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোনালদোর দুই পেনাল্টিতে জুভেন্টাসের রক্ষা

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২০, ১১:০৫আপডেট : ১২ জুলাই ২০২০, ১১:১৫

দুটি পেনাল্টিই করেছেন রোনালদো। জুভেন্টাসকে প্রায় হারিয়েই দিয়েছিল আতালান্তা। প্রতিপক্ষ দুইবার এগিয়ে গেলেও ভাগ্যের ছোঁয়ায় দুই পেনাল্টিতে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে পেরেছে জুভেন্টাস।

এই মৌসুমে সিরি আ’য় অন্য যে কোনও দলের চেয়ে বেশি ১৯ গোল করার দৃষ্টান্ত রেখেছে আতালান্তা। জুভেন্টাসের বিপক্ষে শুরু থেকেই তার ছাপ রাখার চেষ্টা করেছে তারা। আক্রমণের সুবাদে এর ফলটাও তারা পেয়ে যায় ১৬ মিনিটে। দারুণ দক্ষতায় প্রথম গোলটি করেন জাপাতা। মূলত আলেহান্দ্রো গোমেসের চতুর টার্নই গোলের সুযোগ তৈরি করে দেয় জাপাতাকে।

এই অর্ধে আর কিছু করে দেখাতে পারেনি সারির দল। তবে বিরতির পর খেলায় ফিরতে মরিয়া জুভেন্টাস গোলের দেখা পেয়েছে স্পট কিকের সৌজন্যে! বিপজ্জনক অঞ্চলে হ্যান্ডবলের শিকার হন মার্টিন ডি রুন। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। তাতেও অবশ্য লাভ হয়নি জুভেন্টাসের। ৮০ মিনিটে মিলিনোভস্কির লো ড্রাইভ আবারও এগিয়ে দেয় আতালান্তাকে।

এর ফলে একটা সময় হারই দেখতে পাচ্ছিলো টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাস। কিন্তু ৯০ মিনিটে ভাগ্যের ছোঁয়ায় আবারও পেনাল্টি পায় তারা। যার সুবাদে ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে সারির দল। এর ফলে মৌসুমে পর্তুগিজ ‍যুবরাজের গোল দাঁড়িয়েছে ২৮।

আগের ম্যাচে ৪-২ গোলে বিধ্বস্ত হওয়া জুভেন্টাস এই ম্যাচে সমতা নিয়ে মাঠ ছেড়েও টানা নবম শিরোপা জয়ের লক্ষ্যেই আছে। আট পয়েন্টের ব্যবধান রেখে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাৎসিও।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ