X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

হেরে ১০০ পয়েন্টের স্বপ্ন শেষ লিভারপুলের

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২০, ১১:৩০আপডেট : ১৬ জুলাই ২০২০, ১১:৪০

আর্সেনালের কাছে হেরে গেছে লিভারপুল প্রিমিয়ার লিগের শিরোপা এরই মধ্যে জিতে নিয়েছে লিভারপুল। ৩০ বছর পর আবারও ইংলিশ ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে অলরেডস। এই আনন্দের সঙ্গে আরেকটি অর্জনের হাতছানি ছিল তাদের সামনে। ১০০ পয়েন্টের মাইলফলক ছোঁয়ার। কিন্তু সেটি আর হচ্ছে না! আর্সেনালের কাছে হেরে পয়েন্টের ‘সেঞ্চুরি’র স্বপ্ন শেষ হয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের দলের।

বুধবার রাতে আর্সেনালের মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরেছে লিভারপুল। চলতি মৌসুমে লিগে এটি তাদের তৃতীয় হার। এমিরেটস স্টেডিয়ামের এই হারেই শেষ হয়ে গেছে তাদের ১০০ পয়েন্ট অর্জনের সুযোগ। ৩৬ ম্যাচ শেষে নতুন চ্যাম্পিয়নদের পয়েন্ট ৯৩, তাই বাকি থাকা দুই ম্যাচ জিতলেও ৯৯ পয়েন্টের বেশি হবে না।

যেভাবে এগোচ্ছিল লিভারপুল, তাতে তিন অঙ্কের জাদুকরি সংখ্যার পথটা সহজই ছিল। কিন্তু ট্রফি নিশ্চিত হওয়ার পর ম্যানচেস্টার সিটি ও গতরাতে আর্সেনালের কাছে হেরে শেষ হয়ে গেল স্বপ্নটা। তাই প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জিতলেও ম্যানসিটির রেকর্ডে ভাগ বসানো হলো না ক্লপের দলের। ২০১৭-১৮ মৌসুমে পেপ গার্দিওয়ার ম্যানসিটি গড়েছিল ১০০ পয়েন্টের রেকর্ড।

অথচ এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়নদের মতোই শুরু ছিল লিভারপুলের। ২০ মিনিটে সফরকারীদের লিড এনে দেন সাদিও মানে। যদিও ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও গোলকিপার আলিসনের ভুলে বিরতিতে যাওয়ার আগেই এগিয়ে যায় আর্সেনাল। ৩২ মিনিটে আলেক্সান্দ্রে লাকাজেত্তের গোলে সমতায় ফেরার পর লিড নেয় রেইস নেলসনের লক্ষ্যভেদে। লিড ধরে রাখতে রক্ষণভাগ শক্তিশালী করে তারা দ্বিতীয়ার্ধে। তাই বল পজেশন ৬৭ শতাংশ রেখে এবং ২৪টি শট নিয়েও হারের হতাশায় ডুবতে হয়েছে লিভারপুলকে।

এরই সঙ্গে ১০০ পয়েন্টের আশা শেষ হয়ে যায় অলরেডদের। যদিও পয়েন্টের মাইলফলক ছোঁয়ার সুযোগ নষ্টে কোনও দুঃখ নেই ক্লপের, ‘না, একেবারেই নেই। আমি জানতামও না এটা আসবে নাকি না। আমরা আমাদের সাধ্য অনুযায়ী পয়েন্ট চাই, দেখা যাক মৌষুমের শেষে কী দাঁড়ায়।’

এখানে নেতিবাচক কিছুও দেখছেন না জার্মান কোচ, ‘চ্যাম্পিয়ন হওয়ার পর যেখানে ইতিবাচক বিষয়ই রয়েছে, সেখানে নেতিবাচক কিছু কেন খুঁজতে যাব। ১০০ কিংবা আরও দুটো পয়েন্ট বেশি করতে না পারায় নেতিবাচক প্রভাব পড়বে, এমন মানুষ আমি নই।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক