X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

হোল্ডারকে সরিয়ে টেস্টের শীর্ষ অলরাউন্ডার এখন স্টোকস

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২০, ১৬:০১আপডেট : ২১ জুলাই ২০২০, ১৬:৩০

হোল্ডারকে পেছনে ফেলেছেন বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের প্রথম টেস্ট থেকেই অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসনের লড়াইটা জমে উঠেছিল। শীর্ষে থাকা জেসন হোল্ডারের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা বেন স্টোকসের রেটিংয়ের পার্থক্যটা খুব বেশি ছিল না। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ে অসামান্য অবদান রেখে শীর্ষ আসনটাই নিজের করে নিয়েছেন স্টোকস।

স্টোকস যেভাবে এগিয়ে চলেছেন, তাতে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংও তার পক্ষ হয়ে কথা বলছে। ৪৯৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। অবশ্য এত রেটিং পয়েন্ট ২০০৮ সালের পর আর কোনও অলরাউন্ডারই অর্জন করতে পারেননি! জ্যাক ক্যালিস সর্বশেষ ২০০৮ সালের এপ্রিলে অর্জন করেছিলেন ৫১৭ পয়েন্ট। শুধু তাই নয়, ইংলিশদের হয়ে ফ্লিনটফের পর এবারই প্রথম কোনও ইংলিশ অলরাউন্ডার শীর্ষ আসনটা দখল করলেন। অ্যান্ড্রু ফ্লিনটফ আসনটা দখল করেছিলেন সেই ২০০৬ সালের মে মাসে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুতে শীর্ষে থাকা হোল্ডারের চেয়ে স্টোকসের পয়েন্ট ব্যবধান ছিল ৫৪ পয়েন্ট। দ্বিতীয় টেস্ট পর এখন বেন স্টোকস এগিয়ে গেছেন ৩৮ পয়েন্টে। দুইয়ে থাকা হোল্ডারের রেটিং ৪৫৯ পয়েন্ট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি (১৭৬) ও অপরাজিত ৭৮ রানের ইনিংসের পর টেস্টের ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি ঘটেছে স্টোকসের। মার্নাস ল্যাবুশেনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। শীর্ষে রয়েছেন স্টিভ স্মিথ ও দুইয়ে বিরাট কোহলি।

প্রথম টেস্টে বিশ্রামে থাকা স্টুয়ার্ট ব্রড দ্বিতীয় টেস্টে ফিরেই প্রভাবটা টের পাইয়ে দিয়েছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ের চার ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকে গেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
সোনার ভ‌রি ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা
সোনার ভ‌রি ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক