X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদে করোনার হানা

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২০, ২১:৩২আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৩৪

করোনায় আক্রান্ত রিয়াল স্ট্রাইকার মারিয়ানো লা লিগা শিরোপা উৎসব শেষে ছুটি পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা। পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরেছেন বেশ কয়েকদিন। এই সময়েই ঘটেছে বিপত্তি! দলের যোগ দেওয়া আগমুহূর্তে করোনাভাইরাস হানা মেরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের ঘরে। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির স্ট্রাইকার মারিয়ানো।

আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ প্রস্তুতি। তার আগে হওয়া করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ এসেছেন মারিয়ানো। খরবটি নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে মাদ্রিদের ক্লাবটি। মারিয়ানোকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে স্কোয়াডের বাকি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ থাকে তার।

এখন তিনি বাড়িতেই থাকবেন এবং কোয়ারেন্টিনের নিয়ম-কানুন মেনে চলবেন। এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘কোভিড-১৯ পরীক্ষার পর আমাদের মূল দলের খেলোয়াড় মারিয়ানোর শরীরে পজিটিভ পাওয়া গেছে।’ আক্রান্ত হলেও ২৬ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকারের শরীরে ‘কোনও উপসর্গ নেই’ এবং তিনি ‘ভালো আছেন’।

১৯ জুলাই লিগের শেষ ম্যাচে রিয়ালের স্কোয়াডে ছিলেন মারিয়ানো। যদিও লেগানেসের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে বেঞ্চেই থাকতে হয়েছিল ২০১৮ সালে লিওঁ থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়া এই স্ট্রাইকারকে। এবারের মৌসুমে তিনি খেলেছেন ৭ ম্যাচ, যার মধ্যে মার্চে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের পাওয়া ২-০ গোলে জেতার পথে লক্ষ্যভেদ করছিলেন মারিয়ানো।

করোনা হানা দেওয়া রিয়ালের সামনে কঠিন পরীক্ষা। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার লড়াইয়ে তাদের সামনে ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোতে ঘরের মাঠের প্রথম লেগ ২-১ গোলে হারায় ইতিহাদে জটিল সমীকরণের সামনে দিনকয়েক আগে লিগ শিরোপা উদযাপন করা ‘লস ব্লাঙ্কোস’।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা