X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জানুয়ারিতেই ফিফার করোনা-অনুদান পাওয়ার আশায় বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২০, ২৩:০৫আপডেট : ২৯ জুলাই ২০২০, ২৩:২০

জানুয়ারিতেই ফিফার করোনা-অনুদান পাওয়ার আশায় বাফুফে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত ২৫ জুন। তার ঠিক ৩৪ দিন পর আজ ২৯ জুলাই বুধবার ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলো করোনাভাইরাস-ত্রাণ পরিকল্পনা। ফিফার ব্যুরো অব কাউন্সিলে অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী সারা বিশ্বের ফুটবল সমাজ ও অধিভুক্ত সব জাতীয় অ্যাসোসিয়েশন সম্ভবত আগামী জানুয়ারি মাসের মধ্যেই পেয়ে যাবে অনুদান। সব মিলিয়ে অনুদানের পরিমান ১.৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ দেড়শো কোটি ডলার। প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশন পাবে সমান এক মিলিয়ন, মানে ১০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে আট কোটি টাকা।  

করোনাভাইরাস মহামারি হঠাৎই দুষ্টগ্রহের মতো পৃথিবীজুড়ে আছড়ে পড়তেই ফিফা বুঝে গিয়েছিল ফুটবল সংকটে পড়তে যাচ্ছে। চারমাস পর ফুটবলের বিশাল ক্ষতিটা ফুটবলের বিশ্ব সংস্থাটির সাদাচোখেই ধরা পড়েছে। শেষ পর্যন্ত একটা হিসাব-নিকাশ করে বিশাল আর্থিক প্রণোদনা নিয়ে তারা উপস্থিত ফুটবল সমাজের পাশে। ২১১টি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিটির জন্য ১০ লাখ ডলার অনুদান তো আছেই, এর বাইরেও যেকোনও অ্যাসোসিয়েশন ফিফার কাছ থেকে বিনা সুদে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ৫০ লাখ ডলার ঋণ নিতে পারবে। ১০ লাখ ডলার অনুদানের অতিরিক্ত হিসেবে প্রতিটি সদস্য দেশের মেয়েদের ফুটবল উইং সর্বোচ্চ ৫ লাখ ডলার করে অনুদান পাবে। আর ছয়টি মহাদেশীয় ফুটবল কনফেডারেশন অনুদান পাবে সমান ২০ লাখ ডলার করে। ফিফা এই করোনা-সহায়তা বাস্তবায়ন করবে তিনটি ধাপে।

ক্রীড়া বিশ্ব ফিফাকে ‘গৌরী সেন’ বলে জানে ও মানে। সবচেয়ে ধনী আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাটির কোষাগারের অঢেল অর্থের ভাগ অ্যাসোসিয়েশনগুলো পায়। দু:সময়ে, সংকটেও ফিফা দুই হাত বাড়িয়ে এগিয়ে আসে। তবে অবশ্যই নিয়ম-নীতির বাইরে গিয়ে কোনও অনুদান বা সাহায্য পাওয়ার সুযোগ কারো নেই। এই করোনা-ত্রাণও ফিফা দিচ্ছে নির্দিষ্ট ছকে বাধা আবেদনের ভিত্তিতে। আবেদনপত্র নির্দেশিত অর্থ খরচ পকিল্পনার সমর্থনে থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। সেটি গৃহীত হলেই অনুদান মিলবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বুধবার যেমনটি জানালেন, তাতে সবকিছু বুঝে আবেদন করতে সাত-আট দিন সময় লাগবে বাফুফের। তার মাধ্যমেই জানা গেছে ফিফার সাহায্যের আওতায় বাফুফে প্রথমেই ভাবছে সরাসরি সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোষ্ঠী অর্থাৎ ফুটবলারদের কথা। জাতীয় ফুটবলার, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ এবং সব জুনিয়র লিগের ফুটবলারদের আর্থিক সহায়তা দেওয়া হবে। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে প্রতিটি বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, ক্লাবগুলোর দিকে। জাতীয় পর্যায়েরই হোক বা তৃণমূলের- কোচ ও রেফারি এবং অন্য সহায়ক স্টাফও বাফুফের ত্রাণ-পরিকল্পনার অংশ। তবে বাফুফের নীতিগত সিদ্ধান্ত হলো ফিফা থেকে কোনও ঋণ নেওয়া হবে না। সোহাগ জানিয়েছেন, ‘বিনা সুদে ঋণ নেওয়ার সুযোগ থাকলেও বাফুফে কখনোই ফিফার কাছ থেকে ঋণ নেওয়ার পক্ষপাতী নয়।’

প্রতিটি অ্যাসোসিয়েশনের মেয়েদের ফুটবল উইং করোনা-ত্রাণ তহবিল থেকে সর্বোচ্চ ৫ লাখ ডলার সাহায্য পাবে। বাফুফের সাধারণ সম্পাদকের কথা, ‘বিশ্ব নারী ফুটবলের শীর্ষ দেশগুলোর মতো আমরা পাবো না। তবে নারী ফুটবলে দেশের অগ্রগতি অনুযায়ী সম্ভব সর্বোচ্চ অনুদান পাওয়ারই চেষ্টা করবে বাফুফে।’     

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ