X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বিপিএল নিয়ে ফিকার দাবি মানে না বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২০, ১৯:৫১আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৯:৫৭

বিপিএল নিয়ে ফিকার দাবি মানে না বিসিবি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা কুড়ি ওভারের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া ক্রিকেট লিগগুলো প্রায়ই খবরে আসে আর্থিক অস্বচ্ছতা নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন(ফিকা) এক জরিপের ভিত্তিতে জানিয়েছে অন্তত ৩৪ শতাংশ খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ ছয়টি ফ্র্যাইঞ্চাজি লিগে পারিশ্রমিকজনিত ঝামেলায় পড়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য বিষয়টি অস্বীকার করেছে। তবে বিসিবি থেকে এটাও বলা হয়েছে কোনও খেলোয়াড় অভিযোগ করলে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে বিসিবির অন্যতম পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘ফিকার এই প্রতিবেদন পুরোপুরি সত্য নয়। কিছু বিষয় হয়তো থাকতে পারে, এখানে ড্রাফট ও ড্রাফটের বাইরের খেলোয়াড়দের খেলার সুযোগ আছে। ড্রাফটে থাকা  খেলোয়াড়দের সঙ্গে কোনরকম সমস্যা হওয়ার কথা নয়। কারণ বিষয়টি বোর্ড পুরোপুরি দেখে। আমরা তাদের পুরো পেমেন্ট দিয়ে দিই। তবে ড্রাফটের বাইরের ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্র্যাঞ্চাইজিরা। ফলে পেমেন্টের সমস্যা ড্রাফটের বাইরের দু’একজন ক্রিকেটারের সঙ্গে হলে হতে পারে! কিন্তু সেটা মোটেও অনেক বেশি নয়, সামান্য পরিমাণে হতে পারে।’

জালাল ইউনুসের দাবি, কোনভাবেই পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে বিসিবির কোনও গাফিলতি নেই। এমন কোনও সমস্যা থাকলে  বিদেশি খেলোয়াড়েরা অন্তত বিসিবিকে জানাতেন। জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের কাছে তো কেউ কোনও অভিযোগ করেনি। ফলে ফিকা বললেই আমরা ভিকটিম হয়ে গেলাম, সেটা তো নয়। কোনও খেলোয়াড় যদি আমাদের হস্তক্ষেপ চায়,আমরা করবো। কিন্তু কেউ আমাদের কাছে এ বিষয়ে কোনকিছুই বলেনি। কেউ যদি বলে আমরা পাইনি, তাহলে আমার সহযোগিতা করবো।‘

ফিকার এই প্রতিবেদনে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা, আবুধাবি টি-টেন, কাতার টি-টেন, ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম ও মাস্টার্স চ্যাম্পিয়নস লিগের সঙ্গে বিপিএলের কথা বলা হয়েছে। লিগগুলোর মধ্যে বাংলাদেশই একমাত্র আইসিসির পূর্ণাঙ্গ সদস্য। তাছাড়াও আবুধাবি টি-টেন ও ইউরো টি-টোয়েন্টি স্ল্যামে বিশ্বের নামিদামি খেলোয়াড়েরা খেলেন। পারিশ্রমিকজনিত সমস্যার কারণে গতবছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি মাঠে গড়ায়নি। একই কারণে স্থগিত করা হয় ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম।

খেলোয়াড়দের পারিশ্রমিকজনিত সমস্যার হাল বের করতে আইসিসিকে তাগিদ দিয়েছে ফিকা। ফিকার প্রধান নির্বাহী টম মোফফাতবলেছেন, ‘খেলোয়াড়দের চুক্তিলঙ্ঘন ও পারিশ্রমিক না দেওয়ার বিষয়গুলো দ্রুত চিহ্নিত করতে হবে। আইসিসির অধীনে কাজ করা ব্যক্তিদের রক্ষা করা তাদের দায়িত্ব। তাই এ বিষয়টি নিয়ে আইসিসির যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার।’

পারিশ্রমিকের জটিলতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগও বন্ধ ছিল দুই বছর। বিপিএলের দ্বিতীয় আসর শেষে খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারায় বন্ধ হয়ে যায় লিগটি। পরে নিলামপ্রথা তুলে দিয়ে প্লেয়ার বাই চয়েস পদ্ধতি প্রবর্তন করে বিসিবি।

দায়বদ্ধতার প্রশ্নে জালাল ইউনুস বলেছেন, ‘দায়বদ্ধতা আছে বলেই তো আমরা পারশ্রমিক পরিশোধ করেই নতুন করে বিপিএল শুরু করেছি। আমাদের আর্থনৈতিক মানদণ্ডের সঙ্গে যায়, এমন পারিশ্রমিক কাঠামো তৈরি করেছি আমরা। অবশ্যই দায়বদ্ধতা আমাদের। কিন্তু এমন কিছু ঘটলেই না আমরা দায় নেবো।’

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে