X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছবি তুলে করোনা-বিধি ভাঙা হাফিজ আইসোলেশনে

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২০, ২২:২৯আপডেট : ১২ আগস্ট ২০২০, ২২:৩০

এই ছবি তুলেই বায়ো-সিকিউরিটি প্রোটোকল বিধি ভেঙেছেন হাফিজ ছবি তোলাটাই কাল হলো মোহাম্মদ হাফিজের! একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। করোনাভাইরাস ও বায়ো সিকিউরিটি প্রটোকল নিয়ে এত আলোচনার পরও ‘ভুল’ করে বসলেন তিনি। সাউদাম্পটনে হোটেলের পাশে গলফ খেলতে গিয়ে বাইরের এক মহিলার সঙ্গে ছবি তুলে ভেঙেছেন স্বাস্থ্য-বিধি। যাতে আপাতত তাকে রাখা হয়েছে আইসোলেশনে।

আজ (বুধবার) রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। এরই মধ্যে কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে হাফিজের, আগামীকাল (বৃহস্পতিবার) পাওয়া যাবে ফল। তার ‍আগপর্যন্ত হোটেলেই আইসোলেশনে রাখা হয়েছে ৩৯ বছর বয়সী অলরাউন্ডারকে।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ভেন্যু রোজ বোলের পাশেই রয়েছে গলফ কোর্স। যেটি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) স্বাস্থ্য-বিধির ভেতরেই। কিন্তু বিপত্তিটা হয়েছে এক মহিলার সঙ্গে হাফিজের তোলা ছবি নিয়ে। গলফ খেলতে গিয়ে তোলা ছবিটি ‍নিজের টুইটারে পোস্ট করেন হাফিজ, যেখানে স্বাস্থ্য-বিধির ২ মিটার দূরত্ব রাখেননি পাকিস্তানি ক্রিকেটার।

পিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘আজ সকালে মোহাম্মদ হাফিজ গলফ কোর্সে গিয়েছিলেন, যেটি টিম হোটেল সংলগ্ন ও বায়ো-সিকিউর বাবলের মধ্যে। গলফ কোর্সের মধ্যে তিনি বাইরের একজনের সঙ্গে ছবি তোলেন এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।’

হাফিজ সামাজিক দূরত্ব বজায় রাখেননি উল্লেখ করে বিবৃতির পরের অংশে বলা হয়েছে, ‘এই ছবি থেকে পাওয়া উপাত্ত থেকে স্পষ্ট হয়েছে, সামাজিক দূরত্ব প্রোটোকলে ২ মিটার রাখার যে বিধি রয়েছে, সেটি ভেঙেছেন হাফিজ। যার ফলে তার কোভিড পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত তাকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের চিকিৎসক ও টিম ম্যানেজমেন্ট। আশা করা যাচ্ছে, বৃহস্পতিবার পরীক্ষার ফল পাওয়া যাবে।’

হাফিজের করোনা-বিধি ভাঙাকে ‘অনিচ্ছাকৃত ভুল’ হিসেবে উল্লেখ করেছে পিসিবি, ‘দলের সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে হাফিজকে আইসোলেশনে রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করে, এটা অনিচ্ছাকৃত ভুল। যদিও বিষয়টি সবার জন্য শিক্ষণীয়।’

ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে হাফিজের করোনা পরীক্ষা নিয়ে কম নাটক হয়নি। পিসিবির পরীক্ষায় ‘পজিটিভ’ এলেও হাফিজের ব্যক্তিগত উদ্যোগে করা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এরপর ‍ইংল্যান্ডে পৌঁছার পর তার দুই দফা পরীক্ষার ফলও পজিটিভ আসে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন করোনা-বিধি ভেঙেছিলেন ইংলিশ পেসার জোফরা আর্চার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি