X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৪ বলেই শেষ মিচেল মার্শের আইপিএল

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৪

মিশেল মার্শের আইপিএল শেষ দ্বিতীয় বলে মোচড় খেলেন পায়ে, যন্ত্রণা সহ্য করে যদিও আরও দুই বল করলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। মাঠ ছেড়েই বেরিয়ে যেতে হলো মিচেল মার্শকে। পরে সানরাইজার্স হায়দরাবাদ থেকে জানালো হয়েছে, ২০২০ সালের আইপিএলই শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের। ডান পায়ের অ্যাঙ্কেলের চোটে পড়ার আগে এবারের আইপিএলে তার স্থায়িত্ব মাত্র ৪ বল!

গত সোমবার নিজেদের উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই ম্যাচে ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়া মিচেল মার্শকে এর আগেও আইপিএলে এমন পরিণতি বরণ করতে হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বার চোট শেষ করে দিলো তার কুড়ি ওভারের এই লড়াই। এর আগে ২০১৭ সালে পুনে রাইজিং সুপারজায়ান্টের হয়ে নামলেও কাঁধের চোটে ছিটকে গিয়েছিলেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার।

তার জায়গায় হায়দরাবাদ যোগ করেছে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে। ফ্র্যাঞ্চাইজিটিতে এবার দিয়ে দ্বিতীয়বার নাম লেখালেন তিনি। এর আগে হায়দরাবাদে ২০১৪-১৫ মৌসুমে খেলা হোল্ডারের সব মিলিয়ে এটি চতুর্থ আইপিএল। খেলেছেন চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে।

টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠিত করলেও সীমিত ওভারের ক্রিকেটে এখনও নড়বড়ে হোল্ডার। এবারের আইপিএলের নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি, কিন্তু কোনও দলই তাকে কেনার আগ্রহ দেখায়নি। তবে মিচেল মার্শের চোট খুলে দিলো তার আইপিএলের দরজা।

খারাপ খবরের মধ্যে হায়দরাবাদ ভক্তদের জন্য খুশির খবর হলো, কেন উইলিয়ামসনের সুস্থ হয়ে ওঠা। ২৬ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটি পাচ্ছে নিউজিল্যান্ড অধিনায়ককে। এছাড়া মাথায় আঘাত পাওয়া রশিদ খানকে নিয়েও কোনও সংশয় নেই। 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া