X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘নতুন প্রস্তাবে’ বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় লঙ্কান বোর্ড

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:২২

‘নতুন প্রস্তাবে’ বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় লঙ্কান বোর্ড শোনা গিয়েছিল, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) নাকি দুই ভাগে ভাগ করে কোয়ারেন্টিনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। খবরটির সত্যতা নিশ্চিত হওয়া না গেলেও বিসিবি কিন্তু নিজেদের কাজ ঠিকঠাক করে যাচ্ছে। ২০ সেপ্টেম্বর থেকে হোটেলে চলছে খেলোয়াড়দের কোয়ারেন্টিন। তবে প্রশ্ন হলো, শ্রীলঙ্কা সরকার তাদের দেশে সাত দিনের কোয়ারেন্টিনে আসলেই কি রাজি? এই প্রশ্নের মধ্যেই আবার নতুন খবর। লঙ্কান বোর্ড নাকি গতকাল (বৃহস্পতিবার) নতুন প্রস্তাব পাঠিয়েছে, তারা এখন বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায়।

শ্রীলঙ্কান দৈনিক ডেইলি মিররের খবর, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসে যাবে। যদিও যার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি খবরটি ছেপেছে, সেই সূত্রটি সিরিজ আয়োজনের পক্ষেই কথা বলেছেন। সূত্রের বিশ্বাস, নতুন প্রস্তাবে রাজি হয়ে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আসবে বাংলাদেশ দল।

১৪ দিনের কোয়ারেন্টিনের যে কড়া গাইডলাইন শুরুতে পাঠিয়েছিল এসএলসি, পরদিনই বিসিবি সেটি প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দেয়, এই শর্তে তারা শ্রীলঙ্কায় যাবে না। বৃহস্পতিবার রাতে নাকি এসএলসি নতুন প্রস্তাব ও গাইডলাইন পাঠিয়েছে। এখন অপেক্ষায় আছে বাংলাদেশের সিদ্ধান্ত জানার।

এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত একটি সূত্র ডেইলি মিররকে জানিয়েছে, ‘আমরা চাই এই সিরিজটি হোক, কারণ এটার পরই আছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। বিশ্বের অনেক দেশের খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেবেন, আমরা তাই একটি দেশের (বাংলাদেশ) বিপক্ষে খেলে বিশ্বকে দেখাতে চাই কীভাবে আমরা সবকিছু আয়োজন করবো।’

নতুন প্রস্তাবে নাকি বিসিবির সম্মতি মিলেছে। তাই সিরিজ আয়োজনের বড় সম্ভাবনা দেখছে সূত্রটি, ‘আমাদের দেশ বাংলাদেশের চেয়ে নিরাপদ। তাদের খেলোয়াড়রা এই দেশে এসে নিরাপদে থাকবে। আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি। নতুন গাইডলাইনে দুই দেশ সম্মত হয়েছে, তাই আশা করছি সিরিজটি এগোবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ