X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ক্যাম্প শুরুর আগে আবারও যুবাদের করোনা পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:১১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৪

ক্যাম্প শুরুর আগে আবারও যুবাদের করোনা পরীক্ষা বৃহস্পতিবার থেকে প্রধান কোচের অধীনে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। তার আগে প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ক্রিকেটার মিরপুর ক্রীড়াপল্লীতে রিপোর্ট করেছেন। আগামীকাল (বুধবার) তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। পরীক্ষায় উত্তীর্ণরা আগামী ১ অক্টোবর যোগ দেবেন বিকেএসপিতে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে ছেলেরা সবাই রিপোর্ট করেছে। আমরা ওদের করোনা টেস্ট করাবো। বৃহস্পতিবার করোনা টেস্টে উত্তীর্ণ ক্রিকেটারদের বিকেএসপিতে নিয়ে যাওয়া হবে ১ অক্টোবর। আশা করি, কোচের অধীনে আমরা পরিকল্পনা মতোই ক্যাম্পটা পরিচালনা করতে পারবো।’

এবারের স্কিল ক্যাম্পে পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলবে আকবর আলীদের উত্তরসূরিরা। ওই ম্যাচগুলোর পারফরম্যান্স দেখে স্কোয়াড আরও ছোট করবেন নির্বাচকরা। ছোট হয়ে যাওয়া দলটি নিয়েই শুরু হয়ে যাবে ২০২২ যুব বিশ্বকাপের আসল প্রস্তুতি। ওয়েস্ট ইন্ডিজের প্রতিযোগিতায় যে দলটি নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে।

আবাসিক ক্যাম্প সামনে রেখে গত ২৪ সেপ্টেম্বর ২৮ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। ২৮ জনের প্রাথমিক দলে আছেন গত যুব বিশ্বকাপের স্কোয়াডে থাকা প্রান্তিক নওরোজ নাবিল। এছাড়া স্ট্যান্ডবাই থাকা মেহরব হাসান ও আশরাফুল ইসলাম সিয়াম এবারও আছেন প্রাথমিক দলে।

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াড:

ওপেনার: মফিজুল ইসলাম, ইমন আলি, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল।

মিডল অর্ডার ব্যাটসম্যান: সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরব হাসান, আব্দুল্লাহ আল মামুন, খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ।

পেসার: মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়েজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মোস্তাকিম মিয়া।

স্পিনার: আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম।

অলরাউন্ডার: মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ