X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আবারও হ্যাজার্ডের চোট, মিস করতে পারেন এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড চোট পিছু ছাড়ছে না। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর মাঠের চেয়ে বাইরেই বেশি সময় পার করতে হচ্ছে এডেন হ্যাজার্ডকে! নতুন মৌসুমে যখন ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই এলো দুঃসংবাদ। মাঠে ফেরার আগেই আবারও ছিটকে গেছেন বেলজিয়ান ফরোয়ার্ড। নতুন চোটে তিন থেকে চার সপ্তাহ থাকতে হতে পারে মাঠের বাইরে। তাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে তার খেলা নিয়ে জন্মেছে সংশয়।

গত মৌসুমে চেলসি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর চোট আক্রান্ত হওয়ার খবরেই বেশি শিরোনামে এসেছেন হ্যাজার্ড। সান্তিয়াগো বার্নাব্যুতে অভিষেক মৌসুমে সব মিলিয়ে খেলতে পেরেছেন মাত্র ২২ ম্যাচ। নতুন ‍মৌসুমে এখনও নামা হয়নি তার। সেই অপেক্ষাটা আরও বাড়লো ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের। রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ডান পায়ের মাংসপেশীতে চোট পেয়েছেন তিনি। এ ধরনের ইনজুরি কাটিয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ লেগে যায়।

এর মানে হলো, অক্টোবরেও হয়তো মাঠে ফেরা হবে না হ্যাজার্ডের। যদি তা-ই হয়, তাহলে ২৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও বেলজিয়ান তারকাকে পাবেন না জিনেদিন জিদান। আজ (বুধবার) রাতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল, তার আগেই ছিটকে গেছেন হ্যাজার্ড।

সাবেক চেলসি ফরোয়ার্ডের নতুন চোটে আক্রান্তের খবর বেশ কয়েকটি কারণে বিস্ময়কর। প্রথমত, ভায়াদোলিদ ম্যাচের স্কোয়াডে তাকে রেখেছিলেন কোচ জিদান। ফরাসি কোচ জানিয়েছিলেন, রিয়াল ‘নাম্বার সেভেন’ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। দ্বিতীয়ত, মঙ্গলবার কোনও সমস্যা ‍ছাড়াই স্বাভাবিক অনুশীলন করেছিলেন হ্যাজার্ড। তৃতীয়ত, বেলজিয়াম কোচ আজই তাকে রেখেছেন ১১ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের দলে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি