X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রোহিতকে ছাড়া ভারতের অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২০, ১১:২১আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১১:৪৫

রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরের আগে চোট ধাক্কা পেতেই হলো ভারতকে। তিন ফরম্যাটের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি ওপেনার রোহিত শর্মার। টেস্ট দলে রয়েছে চমকও। চার টেস্টের সিরিজে জায়গা হয়েছে অভিষেক না হওয়া পেসার মোহাম্মদ সিরাজের। ফিরেছেন লোকেশ রাহুল ও কুলদীপ যাদব।
আইপিএলে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন রোহিত। একই দশা হয়েছে পেসার ইশান্ত শর্মারও। ফলে তাকেও রাখা হয়নি টেস্ট দলে। তবে রোহিত ও ইশান্তের অবস্থা ও উন্নতি পর্যবেক্ষণে রাখার কথা বলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তাই পরবর্তীতে তাদের যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেও রোহিত খেলতে পারেননি। কাফ মাসলের চোটে বাইরে ছিলেন। ঋষভ পান্ত সীমিত ওভারের সিরিজ থেকে বাদ পড়লেও টেস্ট দলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ঠিকই রয়েছেন।

চোট আঘাত রয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটেও। চোটের কারণে ওয়ানডে দলে জায়গা হয়নি ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারের। পান্তের মতো ওয়ানডে দল থেকে বাদ পড়েঝেন পৃথ্বী শ। রোহিত না থাকায় বিরাট কোহলির ডেপুটি হিসেবে থাকবেন লোকেশ রাহুল। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করায় টি-টোয়েন্টিতে প্রথমবার ডাক পেয়েছেন রহস্য স্পিনার বরুন চক্রবর্তী।  

অস্ট্রেলিয়ায় ৪ টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও সম সংখ্যক ওয়ানডে খেলবে ভারত। প্রাথমিকভাবে যে সূচিটি জানা গেছে, তাতে ২৭ নভেম্বর ওয়ানডে দিয়ে সফরটি শুরু হওয়ার কথা। শেষ দিকে হবে চার টেস্ট। যা শুরু হওয়ার কথা ১৫ জানুয়ারি।

ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, শুভমান গিল, সাহা, ঋষভ পান্ত, বুমরাহ, সামি, উমেশ যাদব, নবদীপ সৈনি, কুলদীপ যাদব, রবীন্দ্র যাবেদা, রবীচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।

ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি, নবদীপ সৈনি, শার্দুল ঠাকুর।

টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, নবদীপ সৈনি, দীপক চাহার ও বরুন চক্রবর্তী।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা