X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কোনও বিরোধ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ১৬:২২আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৭:০০

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও (তার ডান পাশে) সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি নির্বাচনের ফল বাইরে আসতেই মহিউদ্দিন আহমেদ মহির নাম ধরে জয়োল্লাস করতে থাকে তার সমর্থকরা। আর তিনি হোটেল সোনারগাঁওয়ের নির্বাচন কেন্দ্র থেকে বেরিয়ে আসতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছিলেন। টানা দ্বিতীয়বার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি হয়ে মহিউদ্দিন স্বভাবতই খুশি। আজ (শনিবার) পুনর্নির্বাচনে আগের দুইবারের সহ-সভাপতি তাবিথ আউয়ালকে ৪ ভোটে হারিয়েছেন। নির্বাচিত হয়েই এই সংগঠক জানালেন, তার সঙ্গে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের কোনও বিরোধ নেই।

সহ-সভাপতি নির্বাচিত হয়ে ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্নের কথা জানালেন মহিউদ্দিন। ব্রাদার্স ইউনিয়নের ডিরেক্টর ইনচার্জ বলেছেন, ‘আমি অনেকদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে আছি। ফুটবল আমার স্বপ্ন। একসময় আমরা আবারও সাফ চ্যাম্পিয়ন হবো। এরই মধ্যে সভাপতির (সালাউদ্দিন) মাধ্যমে যে প্লান নেওয়া হয়েছে, তাতে সম্পৃক্ত থেকে ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টার কোনও কমতি থাকবে না আমার।’

নির্বাচনের আগে বর্তমান সভাপতি সালাউদ্দিনের বিরোধী ছিলেন মহিউদ্দিন। নির্বাচন করেছেন সমন্বয় পরিষদ থেকে। যদিও এখন শোনালেন ভিন্ন কথা, ‘এটা ঠিক নয়। সভাপতির (সালাউদ্দিন) সঙ্গে কখনোই দূরত্ব তৈরি হয়নি। কিংবা কোনও ধরনের গ্যাপ সৃষ্টি হয়নি। আমি কথা বলেছি ঠিক আছে। সেই কথায় আমারও ভুল থাকতে পারে। দূরত্ব থাকার কথাটা সঠিক নয়।’

এরপরই সালাউদ্দিনকে প্রশংসায় ভাসালেন নতুন সহ-সভাপতি, ‘ডেলিগেটদের ব্যাপক ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। ডেলিগেটরা মনে করে তাদের যোগ্য নেতা সালাউদ্দিন। আমার ক্লাবও হয়তো তাকে ভোট দিয়েছে। তিনি যোগ্য প্রার্থী। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত কোনও বিরোধ নেই আমার। আমরা যখন শিশু, তখন তিনি ফুটবল অঙ্গনে মহাতারকা। তার সঙ্গে আমার বিরোধ থাকতে পারে না। বয়সে তিনি পিতৃসমান।’

ফুটবল উন্নয়নে অন্যদের সঙ্গে একইতালে কাজ করতে চান মহিউদ্দিন, ‘ফুটবলে যারা সম্পৃক্ত, দিন শেষে সবারই ইচ্ছা ফুটবলকে এগিয়ে নেওয়া। সেটাতে আমিও আছি। যেই দায়িত্ব পাবো তা নিয়েই কাজ করবো।’

এর আগে নির্বাচনের ফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আশা প্রকাশ করেছেন, ‘সবাই ফুটবল উন্নয়নে কাজ করে যাবেন। ফুটবলের উন্নতি হবে এই আশা করছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী