X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিসিবি প্রেসিডেন্টস কাপ আকবরকে শিখিয়েছে অনেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ১৯:৩২আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৯:৩৯

আকবর আলী আকবর আলীর হাত ধরে প্রথমবারের মতো কোনও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। হোক না তা অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেট, তবু বিশ্বকাপই তো! দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারাতে ব্যাট হাতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন আকবর। ঠান্ডা মাথায় ম্যাচ জেতানো অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান।

আকবরকে নিয়ে তাই প্রত্যাশা অনেক। তাকে দ্রুতই সিনিয়র দলে জায়গা করে দেওয়ার একটা পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকে বোর্ডের (বিসিবি)।  কিন্তু বিশ্বকাপ জেতানো আকবর বিসিবি প্রেসিডেন্টস কাপে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে ব্যাট হাতে কিছুই করতে পারেননি।

বয়সভিত্তিক ক্রিকেট আর বড়দের ক্রিকেটের মধ্যে কতটা পার্থক্য সেটি এখান থেকে উপলব্ধি করতে পারছেন এই তরুণ, ‘আমার মনে হয় যে পার্থক্যটা হলো ইনটেনসিটিতে, আর এখানে প্রতিদ্বন্দ্বিতা একটু বেশি। এখানে বয়সের সীমাবদ্ধতা কম, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলছি। আমার মনে হয় এখানে আমাদের (তরুণদের) আরও প্রতিদ্বন্দ্বী হতে হবে।’ দুই ম্যাচে তিন রান করা আকবর বিসিবি প্রেসিডেন্টস কাপ থেকে অনেক কিছু শিখেছেন, ‘ব্যক্তিগতভাবে একটা কঠিন অভিজ্ঞতা হয়েছে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এক সপ্তাহের বেশি সময় ছিলাম একসঙ্গে, অনেক ইতিবাচক জিনিস আমরা শিখতে পেরেছি।’ টুর্নামেন্ট চলাকালে অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে শেখার চেষ্টা করেছেন, ‘আমি তামিম ভাইয়ের দলে ছিলাম, তামিম ভাই, মিঠুন ভাই, বিজয় ভাই উনাদের সাথে অনেক কথা হয়েছে। তাদের কাছ থেকে যতটা সম্ভব আমি জানার চেষ্টা করেছি। তারাও অনেক ভালো ভালো ভাবনা দিয়েছেন। আমি আশা করি তাদের কথাগুলো কিংবা তাদের সে অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো।’

ওয়ানডে টুর্নামেন্ট শেষে জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্রাম পেলেও তরুণ ক্রিকেটাররা হাইপারফরম্যান্স ইউনিটে (এইচপির) ক্যাম্পে নিজেদের স্কিল নিয়ে কাজ করছেন। এই ক্যাম্পে আকবরসহ বিশ্বকাপজয়ী দলের ৮ ক্রিকেটার আছেন। কেমন চলছে ক্যাম্প? আকবর জানালেন, ‘ক্যাম্প তো আসলে উন্নতির জন্য। আগে যেখানে ছিলাম সেখান থেকে উন্নতি করাটাই মূল লক্ষ্য। কয়েকদিন হলো, ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ।’ আকবর আরও যোগ করেন, ‘আমার যেটা মনে হয় ফিল সেটা হলো, যেখানেই থাকি সেখানেই উপভোগ করার চেষ্টা করা। সেখান থেকেই বেশিরভাগ শেখার চেষ্টা করি, এখন এইচপিতে আছি, তো এখান থেকেই সর্বোচ্চটা শেখার চেষ্টা করছি, এখানেই যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি।’ 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ