X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘এখনও লা লিগা জেতা সম্ভব বার্সেলোনার’

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, ২২:৪৭আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২২:৪৭

বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ ম্যাচের একটি মুহূর্ত শনিবার রাতে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। এই হারে শীর্ষস্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ থেকে ১২ পয়েন্টে পিছিয়ে কাতালান ক্লাবটি। রয়েছে পয়েন্ট টেবিলের ১২তম স্থানে। নতুন উদ্যোমে ঘুরে দাঁড়ানোর কথা বলা হলেও ব্যর্থতার আরও তলানিতে যাচ্ছে তারা। এই অবস্থায় শিরোপা দৌড় থেকে অনেকেই সরিয়ে দিচ্ছেন বার্সেলোনাকে। তবে ক্লাবটির ফরাসি ডিফেন্ডার ক্লেমঁ লেংলে বলছেন, এখনও শিরোপা জেতা সম্ভব।

আতলেতিকোর কাছে হারের পর বার্সেলোনার সামনে এখন চ্যাম্পিয়নস লিগ মিশন। আগামীকাল (মঙ্গলবার) রাতে ইউক্রেনিয়ান ক্লাব ডায়নামো কিয়েভের মুখোমুখি হবে তারা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সেলোনার লিগ জেতার ব্যাপারে আশার কথাই শুনিয়েছেন লেংলে, ‘হ্যাঁ, এখনও লা লিগা জেতা সম্ভব আমাদের (বার্সেলোনা)। এখনও অনেক ম্যাচ ও পয়েন্ট বাকি। এখন যদি আমরা আমাদের মাথা নিচু করি, তাহলে সেটা পেশাদারিত্বের কিছু হলো না। এটা অসম্মানজনক। আমাদের এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে।’

লা লিগায় অবস্থা খারাপ হলেও চ্যাম্পিয়নস লিগে দুরন্ত বার্সেলোনা। তিন ম্যাচের সবকটি জিতে নকআউট পর্বে এক পা দিয়ে রেখেছে তারা। তাই কিয়েভের বিপক্ষে ম্যাচটিতে রোনাল্ড কোম্যান বিশ্রাম দিয়েছেন লিওনেল মেসি ও ফ্রেঙ্কি ডি ইয়ংকে।

শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে নকআউট পর্ব নিশ্চিত হলে দলে আরও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন লেংলে। ফরাসি ডিফেন্ডারের বক্তব্য, ‘এই ম্যাচটি (কিয়েভ) অনেক কারণে গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখে আমাদের ভালো ফল আনতে হবে। সেটা হলে আমরা যদি কোয়ালিফাই করতে পারি (নকআউট পর্বে), তাহলে কোচ আরও পরিবর্তন আনতে পারবেন।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ