X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা দল থাকবে না, মেনে নেওয়া যায় না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ২০:১৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২০:১৮

মুক্তিযোদ্ধা ফুটবল দল আবাহনী-মোহামেডানের বাইরে তৃতীয় শক্তি হিসেবে ১৯৯০-এর দশকে বাংলাদেশের ফুটবলে উঠে এসেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। তারকা খেলোয়াড়দের নিয়ে দল গড়ে চমক দেখিয়েছিল তারা। শিরোপাও কম জেতেনি। একাধিক ফেডারেশন কাপ, ঢাকা লিগ ও জাতীয় লিগের ট্রফি তাদের শো-কেসে আছে। অংশ নিয়েছে এএফসি কাপেও। কিন্তু বেশ কিছুদিন ধরে তারা মাঝারি মানের দল গড়ে টিকে আছে। এবার তো ঘরোয়া ফুটবলে অংশ নেওয়াটাই অনিশ্চিত। ২২ ডিসেম্বর থেকে শুরু মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে অংশগ্রহণ নিশ্চিত করেনি মুক্তিযোদ্ধা।

ফুটবল দলটি মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অধীনে চলে। এবার সেখান থেকে খেলার জন্য কোনও তহবিল বরাদ্দ হয়নি বলে জানিয়ে দেওয়া হয়েছে। এক মাস ধরে অনুশীলনে থাকা ৩৫ জন দেশি-বিদেশি খেলোয়াড় তাই বিপাকে পড়েছেন। তারা বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কোনও কূল-কিনারা পাচ্ছেন না। এখন ফুটবল থেকে মুক্তিযোদ্ধা নামটি মুছে যাওয়ার আশঙ্কা করছেন সবাই। দলটির ম্যানেজার আরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন হতে যাচ্ছে, এছাড়া বিজয়ের মাস ডিসেম্বর। আর এই সময়ে এসে যদি মুক্তিযোদ্ধার মতো দল ফুটবলে না থাকে তা মেনে নেওয়া যায় না।’

সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে এখনও কোনও সমাধান আসেনি। চলছে বেসরকারি পর্যায়ে যোগাযোগ। আরিফুল বলেন, ‘আমরা বিভিন্ পর্যায়ে যোগাযোগ করে চলেছি। সরকারি ও বেসরকারি কোনও সহায়তা পেলে তখন হয়তো ফুটবল দল মাঠে নামতে পারবে। এতদিন অনেক কষ্টে দল চলেছে। এখন কোনও সাহায্য-সহযোগিতা না পেলে কী হবে বুঝতে পারছি না।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী শনিবার অবশ্য বলেছেন ,‘মুক্তিযোদ্ধা বিজয়ের মাসে ফেডারেশন কাপে অংশ নেবে না, এটি মেনে নেওয়া যায় না। যে পর্যায়ে কথা বলার দরকার তা আমরা বলবো। তারা যাতে অংশ নেয় সেজন্য সর্বাত্মক চেষ্টা করবো। আশা করছি শিগগিরই সমাধান হয়ে যাবে।’

 

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ