X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফেডারেশন কাপ ফুটবলের টাইটেল স্পনসর ওয়ালটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৬:৪৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৬:৫০

বাফুফের সঙ্গে ফেডারেশন কাপ নিয়ে স্পনসরদের চুক্তি                             -বাফুফে আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। এবারের মৌসুম সূচনাকারী প্রতিযোগিতাটির টাইটেল স্পনসর হয়েছে ইলেকট্রনিক্স পন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। সহযোগী স্পনসর হিসেবে থাকছে প্রিমিয়ার ও আইএফআইসি ব্যাংক।

আজ মঙ্গলবার এই তিন প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ওয়ালটন এর আগেও ফেডারেশন কাপের পৃষ্ঠপোষকতা করেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন,‘ আমরা দেশের সব খেলার সঙ্গেই রয়েছি। তবে ক্রীড়াঙ্গনে আমাদের পৃষ্ঠপোষকতা শুরু মহিলা ফুটবলের মাধ্যমে। ফেডারেশন কাপ ঘরোয়া ফুটবলে অন্যতম প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট। আমরা এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখবো।’

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী স্পনসর প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ বাংলাদেশের ফুটবলের অন্যতম অংশীদার ওয়ালটন। তারা ফুটবলের প্রায় সব কাজের সঙ্গেই রয়েছে। ওয়ালটন ছাড়াও আইএফআইসি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংককেও বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’

ফেডারেশন কাপ ফুটবলে ক্লাবগুলো ২ লাখ টাকা করে অংশগ্রহণ ফি পাবে। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ৫ লাখ ও ৩ লাখ টাকা ‍পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অংশগ্রহণকারী ক্লাবগুলোই ফেডারেশন কাপে অংশ নিয়ে থাকে। তবে এবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের অংশগ্রহণ নিয়ে এখনও সংশয় রয়েছে। এ প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী আশার কথাই শুনিয়েছেন,‘ আমরা এখনও আশাবাদী মুক্তিযোদ্ধা আসন্ন ফুটবল মৌসুমে অশংগ্রহণ করবে। আমরা ইতোমধ্যে যোগাযোগ করেছি বিভিন্ন পর্যায়ে।’

বাফুফে ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহ মোঃ মঈনুদ্দিন, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ডেপুটি ডাইরেক্টর শামসুদ্দিন চৌধুরীসহ অন্যরা। 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি