X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ওয়ানডে র‌্যাংকিংয়ে প্রথমবার পাঁচ নম্বরে বাংলাদেশ: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ১৭:৩০আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৭:৫৮

ওয়ানডে র‌্যাংকিংয়ে প্রথমবার পাঁচ নম্বরে বাংলাদেশ: পাপন ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। যদিও নিয়ম অনুযায়ী বিষয়গুলো নিশ্চিত করা হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে। কিন্তু সম্প্রতি আইসিসির বোর্ড মিটিং শেষ করে দেশে ফিরে বিষয়টি আগেভাগেই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি জানিয়েছেন, উপরে উঠার ফলে আগামী ২০১৯ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশ দলকে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপ।
সোমবার বিকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেক্সিমকো কার্যালয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আইসিসি রবিবার বোর্ড মিটিংয়ে আমাদের কাছে ওয়ানডের বর্তমান র‌্যাংকিং প্রকাশ করেছে। আমরা জানতাম আমরা ৭ নম্বরে আছি। কিন্তু কালকে আইসিসি জানায়, বাংলাদেশ পাঁচ নম্বরে উঠে গেছে।’

২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে ৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত র‌্যাংকিংয়ে আট নম্বরে থাকতে হবে দলগুলোকে। তার আগেই বাংলাদেশ ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও ৯ নম্বরে থাকা পাকিস্তানের চেয়ে অনেকখানি এগিয়ে। সমীকরণ পর্যালোচনা করে আইসিসির মনে হয়েছে; বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে না।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘র‌্যাংকিংয়ে উন্নতির কারণে আমাদের বাছাইপর্ব খেলতে হবে না। কারণ আমাদের পয়েন্ট এখন ১০১। পাকিস্তানের ৭৯ ও ওয়েস্ট ইন্ডিজের ৮৩। আমাদের থেকে ওদের পয়েন্টের ব্যবধান অনেক।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা ৯-১০ থেকে ৭ নম্বরে এসেছিলাম। সেখান থেকে পাঁচ নম্বরে এসেছি। যদিও ৬ এবং ৭ নম্বরের সঙ্গে পার্থক্য এক পয়েন্ট। আমাদের স্বপ্ন ছিল সেরা পাঁচে যাওয়ার। গত বছরের শেষের দিকে আমি বলেছিলাম। সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এখন লক্ষ্য এটাকে ধরে রাখা।’

/আরআই/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ