X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভলিবলের জন্য আলাদা স্টেডিয়াম দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৬, ১৬:১৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৬:২৩

ভলিবলের জন্য আলাদা স্টেডিয়াম দাবি (ফাইল ছবি)
ক্রিকেট, ফুটবলের মতো আলাদা স্টেডিয়ামের দাবি করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। বর্তমানে পল্টন কাবাডি স্টেডিয়ামের পাশেই অবস্থিত একমাত্র ভলিবল স্টেডিয়াম। যদিও স্থানীয় পর্যায়ের লিগ ছাড়া অন্য কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট এখানে আয়োজন করা সম্ভব হয় না।  হলেও খেলা নিয়ে যেতে হয় মিরপুরে অবস্থিত ইনডোর স্টেডিয়ামে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র ম্যানস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন অনুষ্ঠানে ভলিবল ফেডারেশনের সভাপতি এই দাবি তোলেন। ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম এই দাবি তোলেন অনুষ্ঠানে উপস্থিত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডা. শ্রী বীরেন শিকদারের কাছে।

তার আবেদনে সাড়া দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। যদিও কিছু শর্ত আরোপ করে দিয়েছেন! বলেছেন, ‘আপনারা যদি ভলিবলের মান বাড়ানোর উদ্যোগ নেন তাহলেই আমি আলাদা ভলিবল স্টেডিয়ামের ব্যবস্থা করে দেব। অবশ্যই সেটা আন্তর্জাতিক মানের হবে। আমি আশা করি বর্তমান কমিটিতে যারা আছেন তারা অত্যন্ত দক্ষ। আমার বিশ্বাস ক্রিকেটের মতো ভলিবলও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম ছড়িয়ে দিতে সক্ষম হবে।’

ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাসের কিছুক্ষণ পরই বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী ও আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। একই সুরে কথা বলেন তিনিও, ‘ ‘ক্রিকেট খেলা আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছে। অন্য খেলাগুলো এই ধারাবাহিকতা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। আমরা সব ধরনের খেলাধুলার সঙ্গে আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ামোদী একজন মানুষ। তিনি সব ধরনের খেলাধুলাকে সমান গুরুত্ব দেন। আশা করি ভলিবল আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের মতো সাফল্য অর্জন করতে পারবে। এর জন্য যাবতীয় যত কিছু করা দরকার আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী করবেন।’

প্রসঙ্গত, ১৮৯৫ সালে আমেরিকার ম্যাসাচুসেটসে উইলিয়াম জি মর্গানের হাত ধরে ভলিবল খেলাটির জন্ম। ১৯৪৭ সালে প্যারিসে ১৩ সদস্য দেশ নিয়ে ‘ফিভ’ বা আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন গঠিত হয়। ১৯৪৯ সাল থেকে ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। ১৯৬৪ সালের টোকিও অলিম্পিক থেকে ভলিবল পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে অলিম্পিকের আসরে। বাংলাদেশেও খেলাটি বহুল প্রচলিত। ১৯৭২ সালে বাংলাদেশ ভলিবল ফেডারেশন গঠিত হয়।

 

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ