X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

খেলোয়াড়রাই বাংলাদেশের দূত : বীরেন শিকদার

বাগেরহাট প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ২০:১৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২০:৫২

খেলোয়াড়রাই বাংলাদেশের দূত : বীরেন শিকদার ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এখন উজ্জ্বল এক নাম। গত দুই বছরে বিশ্বের বড় দলগুলোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে মাশরাফিরা নিজেদের নিয়ে গেছেন অনন্য উঁচুতে। শুধু ক্রিকেটে নয়, ক্রীড়া অঙ্গনের অন্য খেলাতেও এগিয়ে চলেছে বাংলাদেশ। দেশের খেলাধুলার উন্নয়নের সেই দিকগুলো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার তুলে ধরেছেন বাগেরহাটে। মঙ্গলবার শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খেলোয়াড়দের বাংলাদেশের দূত হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, ‘খেলা শুধু একটি জাতির আনন্দ, বিনোদন বা শরীর গঠনের বিষয় নয়। খেলা হলো একটি জাতির পরিচয়। এ দেশের খেলোয়াড়রা যখন পৃথিবীর বিভিন্ন স্টেডিয়ামে জয় পেয়ে লাল সবুজের পতাকা নিয়ে স্টেডিয়াম প্রদক্ষিণ করে, তখন নতুন করে আমরা স্বাধীনতার স্বাদ উপলব্ধি করি। ওরাই বাংলাদেশের দূত।’ মন্ত্রী আরও যোগ করেন, ‘পদ্মা সেতু  হয়ে গেলে দক্ষিণাঞ্চলের মানুষের চেহারা বদলে যাবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন।’

বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম উদ্বোধনের পর পরই জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে তৃতীয়বারের মতো শেখ আবু নাসের নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বীরেন শিকদার। বাগেরহাট ডিএফএ’র সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমান জানিয়েছেন, এ বছর রাজধানী ঢাকার দুটি ক্লাব সহ বিভিন্ন জেলার ১১টি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে ঢাকার শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন, রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান স্মৃতি সংসদ, খুলনার শহীদ শেখ কামাল স্মৃতি সংসদ সহ কুষ্টিয়া, চুয়াডা্ঙ্গা, গোপালগঞ্জ, ফরিদপুর, ঝিনাইদাহ, বরিশাল ও স্বাগতিক বাগেরহাট জেলা দল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলেকে দেওয়া হবে দেড় লাখ টাকা ও রানার্স আপ দল পাবে ১ লাখ টাকা।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা ও সংরক্ষিত মহিলা এমপি হ্যাপী বড়াল।

উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা ১-০ গোলে গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?