X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শেষ ষোলোতে নাদাল-সেরেনা

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০১৭, ১৬:৩১আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৬:৪০

শেষ ষোলো নিশ্চিতের পর নাদালের উল্লাস তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েও ঘুরে দাঁড়ালেন রাফায়েল নাদাল। জার্মান তরুণ আলেক্সান্দার জেরেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে উঠেছেন স্প্যানিশ তারকা। এছাড়া স্বদেশী নিকোল গিবসকে তৃতীয় রাউন্ডে হারিয়েছেন রেকর্ড গ্র্যান্ড স্লামের মিশনে নামা সেরেনা উইলিয়ামস।

২০০৯ সালের চ্যাম্পিয়ন নাদাল চার ঘণ্টারও বেশি সময় পর বাধা টপকাতে সফল হন। রড লেভার এরেনায় শুরুতেই পিছিয়ে পড়েন তিনি। তার সামনে ১৯ বছর বয়সী প্রতিদ্বন্দ্বী কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। এ লড়াইয়ের শেষ হয় ২৪তম বাছাই জেরেভের একটি ফোরহ্যান্ড শটে। ১৫তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে তৃতীয় রাউন্ডের বাধা তিনি উতরে গেছেন ৪-৬, ৬-৩, ৬-৭ (৫), ৬-৩, ৬-২ গেমে।

গত বছরের বেশিরভাগ সময় ইনজুরিতে কাটানোর পর নবম বাছাই হয়ে মেলবোর্ন পার্কে খেলছেন নাদাল। শেষ ষোলোতে নাদালের প্রতিপক্ষ তৃতীয় রাউন্ডে ফিলিপ কোলশ্রেইবারকে হারানো গায়েল মনফিলস।

জয়ের পর গিবসের অভিনন্দন পেলেন সেরেনা ৩৫ বছর বয়সী সেরেনার কাছে পাত্তাই পাননি র‌্যাংকিংয়ের ৯২ নম্বরে থাকা গিবস। ৬-১, ৬-৩ গেমে জিতেছেন ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী। মেলবোর্ন পার্কে শেষ ষোলোতে সেরেনার প্রতিপক্ষ ১৬তম বাছাই বারবোরা স্ট্রিকোভা।

দ্বিতীয় রাউন্ডে নোভাক জোকোভিচকে বিদায় করা ডেনিস ইস্তোমিন এখনও টিকে আছেন। শেষ ষোলোতে তিনি পা রেখেছেন কারেনো বুস্তাকে ৬-৪, ৪-৬, ৬-৪, ৪-৬, ৬-২ গেমে হারিয়ে। ছেলেদের এককে তৃতীয় রাউন্ডের বাধা উতরানো অন্যরা হলেন ডেভিড গফিন, ডোমিনিক থিয়েম ও মিলোস রাওনিক। স্বদেশী ডেভিড ফেরারকে ৭-৫, ৬-৭ (৬/৮), ৭-৬ (৭/৩) ও ৬-৪ গেমে বিদায় করেছেন রবার্তো বাতিস্তা আগুত।

মেয়েদের এককে বড় তারকার পতন ঘটেছে ক্যারোলিন ওজনিয়াকির বিদায়ে। সাবেক এক নম্বরকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে শেষ ষোলোতে ব্রিটেনের জোহান্না কোন্তা। এছাড়া তৃতীয় রাউন্ড পার করেছেন জেনিফার বার্ডি, একাতেরিনা মাকারোভা ও লুকিস বারোনি। সূত্র- বিবিসি, এনডিটিভি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেশনে পণ্য চান শ্রমিকরা
রেশনে পণ্য চান শ্রমিকরা
অশ্রুসিক্ত হয়ে চেলসি ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের
অশ্রুসিক্ত হয়ে চেলসি ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের
বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর আহ্বান ইউজিসি’র
বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর আহ্বান ইউজিসি’র
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ