X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

এশিয়ান আর্চারিতে সেমিফাইনালের স্বপ্ন রোমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ১৬:৩৭আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৬:৩৭

রোমান সানা শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ২০তম আসর। স্বাগতিক বাংলাদেশও এতে অংশ নিচ্ছে, দলের অন্যতম তারকা রোমান সানা। তাকে ঘিরেই স্বপ্ন দেখছে কোচ-কর্মকর্তারা। রিকার্ভ ইভেন্টে সেমিফাইনালে চোখ রেখেছেন রোমান। সর্বশেষ থাইল্যান্ডে এশিয়ান আর্চারির ১৯তম আসরে কোয়ার্টার ফাইনালে গিয়ে ছিটকে পড়েন তিনি। এবার নিজের দেশে খেলা। তাই শেষ চারে খেলার স্বপ্ন পূরণ হবে, আশা তার।

রিকার্ভ ইভেন্টে নিজের স্বপ্ন নিয়ে বৃহস্পতিবার রোমান বলেছেন, ‘দেশের মাটিতে খেলা। এবার আশা আছে আগের চেয়ে ভালো ফল করার। এই জন্য সেমিফাইনালকে লক্ষ্য রেখে খেলব। যদিও প্রতিদ্বন্দ্বিরা বেশ কঠিন। আমার জন্য সেমিফাইনালে ওঠা সহজ হবে না। তারপরও স্বপ্ন দেখতেই পারি।’

২০১৫ সালে থাইল্যান্ডে দক্ষিণ কোরিয়ার কিম হাঙ্কের কাছে হেরে বিদায় নিয়েছেন রোমান। পাঁচটি ম্যাচ জিতে তখন কোয়ার্টার ফাইনালে আসতে হয়েছিল। ইরাক, কাজাখস্তান, জাপান, থাইল্যান্ড ও চীনকে হারান তিনি।

এবার বাংলাদেশ দলের দীর্ঘমেয়াদী প্রস্তুতি রোমানকে আশাবাদী করে তুলছে, ‘এবার আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। এর আগে আমরা এ ধরনের প্রস্তুতি কখনোই পায়নি। নিজস্ব একটা মাঠ পেয়েছি, ভালো থাকার জায়গা পেয়েছি। সব মিলিয়ে আমরা টুর্নামেন্টে ভালো ফল করতে আশাবাদী।’

তবে টুর্নামেন্টের ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ না পাওয়ার আক্ষেপ তার কন্ঠে, ‘টঙ্গীতে অনুশীলন ভালো হলেও, ম্যাচ ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে অন্তত ১০ দিনের মতো অনুশীলন করতে পারলে ভালো হতো। জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো বাতাস। এটা নিয়ে কিছুটা উদ্বেগে আছি।’

রোমান এর আগে বিভিন্ন আন্তর্জাতিক আসরে চারটি স্বর্ণপদক জিতেছেন। ২০১৪ সালে এশিয়া কাপ স্টেজ-২, ২০১৭ সালে সলিডারিটি দলগত ও মিশ্র দলগত এবং সবশেষে কিরগিজস্তানে রিকার্ভ আন্তর্জাতিক আসরে স্বর্ণপদক জয়ের রেকর্ড তার।

খুলনার এই তরুণ ঢাকার আন্তর্জাতিক আসর নিয়ে বলেছেন, ‘এখানে অলিম্পিক চ্যাম্পিয়নরা খেলবে, এশিয়ান চ্যাম্পিয়ন আছে। এখানে পদক পাওয়া অনেক কঠিন। অলিম্পিকের চেয়েও একঅর্থে কঠিন। কারণ এশিয়ার সব সেরা সেরা দল এখানে অংশ নেয়। এশিয়াই তো রাজত্ব করে অলিম্পিকে। সবাই এই টুর্নামেন্টে খেলে। তাদের বিপক্ষে লড়ে স্বর্ণপদক জেতা বেশ কঠিন। সেমিফাইনালে উঠতে পারলে লক্ষ্য পূরণ হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি
সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ