X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ইসলামিক সলিডারিটি গেমসের পদক জয়ীরা পুরস্কৃত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ২১:৪৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২২:০৬

বাকু থেকে বেশ কয়েকটি পদক নিয়ে ফিরেছিল ক্রীড়াবিদরা (ফাইল ফটো) গত মে মাসে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে পদক জয়ী বাংলাদেশের ক্রীড়াবিদদের ঘোষিত অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

ইসলামিক সলিডারিটি গেমসে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে স্বর্ণ জয়ী আবদুল্লা হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জয়ী রাব্বি হাসান মুন্না ও মেয়েদের রেসলিংয়ের ৬৯ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ী শিরিন সুলতানাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয় শনিবার।

স্বর্ণ জয়ী ২ শুটারকে ২ লাখ টাকা করে, রৌপ্য জয়ীকে ২ লাখ টাকা ও ব্রোঞ্জ জয়ী ক্রীড়াবিদ পেয়েছেন ১ লাখ টাকা করে।

পদক জয়ী ক্রীড়াবিদদের পাশাপাশি প্রশিক্ষকদেরও অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। সোনা জয়ে অবদান রাখায় শুটিংয়ের কোচ ক্লাবস জর্ন ক্রিস্টানসেন ১ লাখ টাকা ও রৌপ্য জয়ে ৭৫ হাজার টাকা এবং মেয়েদের রেসলিংয়ে ব্রোঞ্জ জয়ী শিরিন সুলতানার কোচ তাবিউর রহমান পাহলোয়ানকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

আবদুল্লা হেল বাকি অনুপস্থিত থাকায় তার পক্ষে পুরস্কারের চেক নেন শুটিং দলের ম্যানেজার গোলাম শফিউদ্দিন খান। কোচ ক্লাবস জনের অনুপস্থিতিতেও অর্থ পুরস্কারের চেক তুলে দেওয়া হয় তার হাতে।

কুর্মিটোলা গলফ ক্লাবে শনিবার দুপুরে পদক জয়ী ক্রীড়াবিদ এবং তাদের প্রশিক্ষকদের হাতে পুরস্কারের চেক তুলে দেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ সফিউল হক। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, মাহাবুব আরা গিনি ও শেখ বশির আহমেদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ইসলামিক সলিডারিটি গেমসের শেফ দ্য মিশন নুরুল ফজল বুলবুল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা