X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সিএনজি চালকের ‘সোনার মেয়ে’ আবেদা

মতিউর রহমান, মানিকগঞ্জ
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০০

স্বর্ণ পদক হাতে আবেদা নিত্য অভাবী সংসারে বেড়ে ওঠা ‘জলকন্যা’ আবেদা আক্তারের সুনাম আজ দেশ জুড়ে। যুব গেমসে ঢাকা বিভাগের খেলায় ১০০ মিটার ফ্রি স্টাইল ও ব্যাক স্টোকে স্বর্ণ জিতে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। মানিকগঞ্জ জেলার পদ্মানদী পাড়ের হরিরামপুর উপজেলার বিজয়নগর গ্রামের অদম্য কিশোরী আবেদা আক্তারের বাড়ী। মেয়ের সাফল্য, দেশ জুড়ে পরিচিতি আর গৌরবে নিত্য অভাবী সিএনজি চালক বাবা শেখ আকবরের চোখে মুখে আলোর ঝলকানি।

মেয়ের অভাবনীয় সাফল্যের মাঝে বাবা শেখ আকবর হাড়ভাঙা পরিশ্রমের সার্থকতা খুজে পান। আবেদার বাবার সহায় সম্বলের মধ্যে তিন চাকার একটি পুরোনো সিএনজি গাড়ী আর মাথা গোজার ঠাঁই মাত্র ৯ শতাংশ বসত ভিটা। এরই মধ্যে সুখ খুঁজে পান আকবর।

মেয়ের এই বিজয়ে আকবরের বুক ভরা অহংকার আজ স্বর্ণ শিখরে। তিন বোন আর এক ভাইয়ের মধ্যে আবেদা তৃতীয়।

সম্প্রতি মানিকগঞ্জে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আবেদা ও তার বাবা শেখ আকবরের সাথে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে জানা গেল- ঋতু, সেতু ও আবেদা আর পুত্র আলিফ ইসলাম নুর আর স্ত্রী রিনা বেগম নিয়ে সংসার চালান তিন চাকার গাড়ী চালিয়ে।

আবেদার স্বর্ণ জয়ের শুরুটা ২০১০-১১ সালে। সেই সময় প্রথমে স্থানীয় গোপিনাথপুর ভাটিপাড়া হাই স্কুলের হয়ে বঙ্গমাতা গোল্ডকাপ খেলে মানিকগঞ্জে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জিতেছিলেন।

এরপর বাবার একান্ত আগ্রহ আর অনুপ্রেরণায় ২০১২ সালে বিকেএসপির কোচ সাঈদের পরামর্শে প্রথমে ভর্তি হন জুডোতে। পরে কোচ রনি ও কর্তৃপক্ষ আবেদার উচ্চতা আর পারফম্যান্সে মুগ্ধ হয়ে তাকে সাঁতারে ভর্তি করান। এরপর থেকে তার প্রতি বিশেষ যত্ন নিতে থাকেন তৎকালীন কোচ সোলায়মান। পরবর্তীতে বর্তমান কোচ মোশারফ কাদের আবেদার অব্যাহত ভালো পারফমান্সে নিজের মেয়ের মমতা দিয়ে সাঁতারে কলাকৌশল শেখান। গত ৮ জানুয়ারি মিরপুর সাঁতার ফেডারেশনে যুব গেমসে ঢাকা বিভাগের খেলায় ১০০ মিটার ফ্রি স্টাইল ও ব্যাক স্টোকে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দুটি স্বর্ণ পদক অর্জন করেছেন।

আবেদা নিজের যোগ্যতায় বিকেএসপিতে তার অবস্থান সুনামের সঙ্গে পোক্ত করে নিয়েছেন। কোচসহ সহপাঠীদের সবার প্রিয় আবেদা।

আবেদা বাংলা ট্রিবিউনকে জানান, ‘তার মেজ বোন সেতু আক্তার বিকেএসপির আর্চারিতে ভর্তি হয়ে বেশ সুনাম অর্জন করছে। তার ক্যারিয়ারেও ইতিমধ্যে বেশ কয়েকটি পদক জমা হয়েছে।’

আর আবেদার অর্জনের ঝুলিতে ২০১২ থেকে ২০১৮ জানুয়ারি পর্যন্ত কম করে হলেও ২০ থেকে ২২টি পদক। এরমধ্যে স্বর্ণ পদক ৫ থেকে ৬টির কম নয়। একটিতে তৃতীয় স্থান ছাড়া বাকি অর্জিত পদক দ্বিতীয় স্থানের।

স্বর্ণ জয়ী ‘জলকন্যা’ আবেদার নাম এখন সবার মুখে মুখে। কিন্তু আজকের আবেদার স্বর্ণ জয়ের আগের গল্পটা ছিল দারিদ্রের চরম কষাঘাতের একটি নাম।

তবে আবিদা বাবার যে প্রাপ্তি, সেটা ধনাঢ্য কোনও আকবরের ঘরে নেই- এমন মনে করেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা। তিনি জানালেন, ‘দিন এনে দিন খাওয়া সিএনজি চালক আকবর শেখকে নিয়ে আমাদের অহংকার করার আছে। মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে বাংলাদেশ যুব গেমসে এবার সাতারের দুটি ইভেন্টে স্বর্ণ জয় করে জেলার ক্রীড়াঙ্গণকে আরও সুপরিচিতি করেছে।’

এদিকে কয়েক মাস হলো স্বর্ণ বিজয়ী জল কন্যা আবেদা সাইনিসাইটিসের সমস্যায় অসুস্থ হয়ে বাড়িতে আছেন। মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদকের আর্থিক সহায়তায় চলছে তার চিকিৎসা। এমনটি জানালেন আকবর, ‘দিন রাত হাঁড় ভাঙা পরিশ্রম করে সিএনজি চালিয়ে যে আয় হয় তা দিয়ে মেয়ে আবেদা আর সেতুর স্বপ্নকে সামনে এগিয়ে নিতে বড়ই বেগ পেতে হচ্ছে।’ আবিদাও জানালো, তার আশা সাঁতারের ওপর বিদেশে গিয়ে আরও উচ্চতর প্রশিক্ষণসহ স্কলারশিপ নেওয়া। কিন্তু তার বাবার অর্থনৈতিক দৈন্যদশায় সেই আশার বাস্তবায়ন এখন সুদূর পরাহত।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মতলব উত্তরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
মতলব উত্তরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
প্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
উপজেলা ভোটপ্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা