X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নারী ভারোত্তোলককে যৌন নির্যাতনের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৮, ১৯:১৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৯:৪৫

নারী ভারোত্তোলককে যৌন নির্যাতনের অভিযোগ যৌন নির্যাতনের শিকার হয়ে এক নারী ভারোত্তোলক এখন মানসিকভাবে বিপর্যস্ত। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। অভিযুক্ত সোহাগ আলীর শাস্তির দাবি জানিয়ে ভারোত্তোলন ফেডারেশনে চিঠি দিয়েছে মেয়েটির পরিবার।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে মেয়েটিকে যৌন নির্যাতন করেন ভারোত্তোলন ফেডারেশনের অফিস সহকারী সোহাগ আলী। ঘটনার পর থেকে লজ্জায়-ভয়ে লোকচক্ষুর অন্তরালে ছিলেন সেই ভারোত্তোলক। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গত ২৩ অক্টোবর হাসপাতালে ভর্তি হন তিনি। এখনও তিনি সুস্থ হতে পারেননি।

মেয়েটির পরিবার এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মেয়েটির এক মামা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার ভাগ্নীর ওপর যৌন নির্যাতন চালিয়েছে সোহাগ আলী। আমার ভাগ্নী বার বার তার নামই বলছে। সে এখন মানসিকভাবে অসুস্থ। যে কোনও পুরুষ মানুষ দেখলেই ভয় পাচ্ছে। আমরা বিচার চাই, তাই সোহাগ আলীর শাস্তি চেয়ে ফেডারেশনের কাছে চিঠি দিয়েছি।’

তিনি আরও বলেছেন, ‘আমার ভাগ্নী গরীব ঘরের মেয়ে। আমাদের টাকা-পয়সা নেই, তাই আইনি লড়াইয়ে নামতে পারছি না। বিচার পাওয়ার আশাও করছি না। মেয়েটা কোনও মতো হাসপাতালে আছে। ওর নাম-পরিচয় প্রকাশ হয়ে পড়লে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হবে। আমরা ভীষণ সমস্যার মধ্যে আছি।’

এ বিষয়ে জানতে অনেক চেষ্টা করেও সোহাগ আলীর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
অভিযুক্ত সোহাগ আলীকে অফিস সহকারী বলতে নারাজ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ। তার কথা, ‘সোহাগ আলী একজন ভারোত্তোলক। তবে ফেডারেশনের কিছু কাজ করে দেয়। সে এমন কিছু করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে ভারোত্তোলন ফেডারেশন। তদন্ত কমিটির সদস্য সচিব সৈয়দ হাসান ইমাম বলেছেন, ‘আমরা শতভাগ নিরপেক্ষ থেকে তদন্ত করবো। আমরা চাই না ক্রীড়াঙ্গনে এসে কারও জীবন নষ্ট হয়ে যাক।’

জাতীয় ক্রীড়া পরিষদও (এনএসসি) তদন্ত করছে এ নিয়ে। এনএসসি’র সচিব মাসুদ করিম বলেছেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা এ নিয়ে তদন্ত করবো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি