X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যৌন নিপীড়কের শাস্তি দাবি ক্রীড়াঙ্গনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৮:০০

সমাবেশে বক্তব্য রাখছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক জালাল আহমেদ চৌধুরী যৌন নির্যাতনের শিকার হয়ে এক নারী ভারোত্তোলক এখন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার অভিযুক্ত সোহাগ আলীর শাস্তির দাবি জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা সমাবেশ করেছেন। 

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে মেয়েটিকে যৌন নির্যাতন করেন ভারোত্তোলন ফেডারেশনের অফিস সহকারী সোহাগ আলী। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গত ২৩ অক্টোবর হাসপাতালে ভর্তি হন সেই ভারোত্তোলক। এখনও তিনি সুস্থ হতে পারেননি।

অভিযুক্ত সোহাগ আলীকে আসামী করে পল্টন থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জাতীয় ক্রীড়া পরিষদ এবং ভারোত্তোলন ফেডারেশন আলাদা তদন্ত কমিটিও করেছে। কিন্তু সোহাগ আলী এখনও ধরা-ছোঁয়ার বাইরে।  

সমাবেশে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশেষজ্ঞ জালাল আহমেদ চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘ক্রীড়াঙ্গন পবিত্র স্থান বলেই জানি। কিন্তু নারীদের নিরাপত্তা না থাকলে আমার নাতনিকে তো এখানে পাঠাবো না। সারা দেশের মানুষ এই ঘটনার কথা জেনেছে। ক্রীড়াঙ্গনে নারীর নিরাপত্তা নিয়ে আমরা সবাই দুশ্চিন্তায়। মামলা হওয়ার পরও আসামিকে এখনও ধরতে পারেনি পুলিশ। আশা করি, সে শিগগিরই ধরা পড়বে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার শাস্তি হবে।’

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেছেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামে ৩০ লাখ শহীদের পাশাপাশি মা-বোনদেরও অনেক অবদান। অথচ ক্রীড়াঙ্গনে মেয়েরা নিরাপদ নয়। এটা খুবই লজ্জার এবং কষ্টের। নারী ভারোত্তোলকের সম্ভ্রমহানির কথা শুনে মনে হয়েছে আমরা আদিম যুগে ফিরে গেছি। ওই অফিস সহকারীর শাস্তির দাবি জানাচ্ছি।’

জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল গাফফারও ক্ষুব্ধ, ‘এসব কী হচ্ছে ক্রীড়াঙ্গনে? আমরা তো খেলাধুলার জগতেই বড় হয়েছি, কিন্তু এমন লজ্জাজনক ঘটনা কখনও দেখিনি। এটা আমাদের জন্য বিশাল ধাক্কা। জাতীয় ক্রীড়া পরিষদকে উদ্যোগী হয়ে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দিতে হবে।’

সোহাগ আলীর শাস্তি দাবি করেছেন ব্যাডমিন্টন তারকা ও ক্রীড়া সংগঠক কামরুন্নাহার ডানাও, ‘ঘটনাটা ভীষণভাবে নাড়া দিয়েছে বলেই আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। নারীর সম্ভ্রম-সম্মানের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আমরা ফেডারেশনের তৎপরতা এবং মামলার অগ্রগতি দেখতে চাই। আমার প্রশ্ন, এখনও কেন আসামি ধরা পড়লো না?’

কুস্তিগীর শিরিন সুলতানা বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, নারীদের এগিয়ে নিতে অনেক কিছু করছেন তিনি। অথচ ক্রীড়াঙ্গনে একটি মেয়ে যৌন নিপীড়নের শিকার হলো। নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ক্রীড়াঙ্গনে মেয়েদের নিরাপত্তার দাবিতে আমরা সোচ্চার।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন নুরুল আলম চৌধুরী, লোকমান হোসেন ভূঁইয়া, মোজাম্মেল হক চঞ্চল প্রমুখ।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত