X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভারতের প্রো-কাবাডি লিগে খেলে উচ্ছ্বসিত মাসুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৯, ২০:৪১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২০:৪৪

ইউপি যোদ্ধা দলের জার্সিতে ৫টি ম্যাচ খেলেছেন মাসুদ ভারতের প্রো-কাবাডি লিগে খেলে মঙ্গলবার দেশে ফিরেছেন মাসুদ করিম। এই জমকালো প্রতিযোগিতায় অংশ নিয়ে উচ্ছ্বসিত জাতীয় কাবাডি দলের অধিনায়ক।

ইউপি যোদ্ধা দলের জার্সিতে খেলা মাসুদ ভারতের কয়েকটি রাজ্যে ঘোরার সুযোগ পেয়েছেন, দেখেছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। ভারত এবং ভারতের বাইরের খেলোয়াড়দের সঙ্গে খেলে নিজেকে শাণিত করেছেন তিনি।

অবশ্য খেলার সুযোগ পেয়েছেন মাত্র ৫টি ম্যাচে। তবে তাতেই সন্তুষ্ট মাসুদ। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘প্রো-কাবাডি লিগে স্থানীয় খেলোয়াড়দের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আমি অবশ্য ৫টি ম্যাচ খেলে সন্তুষ্ট।’

ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের সঙ্গে মাসুদ প্রো-কাবাডি লিগে বিভিন্ন সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ বাংলাদেশের অধিনায়ক, ‘খেলার পরিবেশ এক কথায় অবিশ্বাস্য। আমার সৌভাগ্য, অভিজ্ঞ কোচের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমি ১০টি রাজ্যে ঘুরেছি, সব জায়গায় কাবাডি নিয়ে উন্মাদনা দেখেছি। এমন উন্মাদনা অন্য কোনও দেশে দেখিনি।’

শুধু সাধারণ মানুষ নয়, ভারতে তারকারাও কাবাডি নিয়ে ভীষণ উৎসাহী। মাসুদ জানালেন, ‘প্রো-কাবাডি লিগের খেলা দেখতে চলচ্চিত্র জগতের অনেকেই আসতেন। অভিষেক-ঐশ্বরিয়া সহ দক্ষিণের অনেকে খেলা দেখেছেন। অভিষেক বচ্চনের সঙ্গে তো হাতও মিলিয়েছি। আমাদের হোটেলে একদিন তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের সঙ্গে দেখা। তিনি বাংলাদেশের ক্রিকেটের অনেক প্রশংসা করলেন, মাশরাফির কথা জিজ্ঞেস করলেন, বাংলাদেশে পেশাদার কাবাডি লিগ হয় কিনা জানতে চাইলেন।’

বাংলাদেশেও এমন একটা লিগ আয়োজনের স্বপ্ন দেখছেন মাসুদ। তিনি বললেন, ‘আমাদের দেশে এমন লিগ হলে কাবাডির চেহারাই পাল্টে যেতো। আমি আশাবাদী, একদিন বাংলাদেশেও ভারতের মতো প্রো-কাবাডি লিগ হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল