X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ক্রীড়া প্রতিযোগিতা দেখতে সাবেক স্কুলে মুশফিক

বগুড়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ২০:০১আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২০:২৫

বগুড়ায় সাবেক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় মুশফিক জাতীয় দলের ব্যস্ততা নেই। এখন নিজ জন্মস্থান বগুড়ায় দিন কাটাচ্ছেন মুশফিকুর রহিম। বুধবার তার সাবেক স্কুল মাটিডালী উচ্চ বিদ্যালয়ে গেলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করতে।

আমন্ত্রিত অতিথি হিসেবে স্কুলটির ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীতে যান মুশফিক। স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলতাব হোসেন।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল হামিদ তারার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্য অতিথিরা হলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আমান উদ্দিন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল মিয়াসহ ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

জাতীয় ক্রিকেটে মুশফিকের কীর্তি তুলে ধরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘লেখাপড়া করলে মেধার বিকাশ ঘটে। আর খেলাধুলার মাধ্যমে মন ও শরীর ভালো থাকে এবং নিজের ও দেশের সুনাম অর্জন করা সম্ভব। যেমন মুশফিকুর রহিম বগুড়া ও দেশের গৌরব।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরও বলেন, ‘তোমাদেরও মুশফিকুর রহিমের মতো খ্যাতিমান খেলোয়াড় হতে হবে। আর সে জন্য প্রয়োজন ভালো লেখাপড়া ও কঠোর অনুশীলন।’

পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সব শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে