X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

এসএ গেমসে খেলতে পারবেন মানস?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

মানস চৌধুরী আগামী ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় এসএ গেমসকে সামনে রেখে আবাসিক ক্যাম্প চলছে টেবিল টেনিস খেলোয়াড়দের। কিন্তু সেখানে নেই পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী।

জাতীয় টেবিল টেনিসের বর্তমান রানার-আপ মানসের বাড়ি চট্টগ্রামে। সেখান থেকে ঢাকায় এসে তার পক্ষে ক্যাম্পে যোগ দেওয়া সম্ভব নয়। এ নিয়ে তিনি টিটি ফেডারেশনকে চিঠিও দিয়েছেন। তবে ফেডারেশন জানিয়েছে, ক্যাম্পে অনুপস্থিত খেলোয়াড়দের এসএ গেমসের জন্য বিবেচনা করা হবে না।

ফেডারেশনের সিদ্ধান্তে ভীষণ হতাশ মানস। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘টেবিল টেনিস খেলে তো সংসার চালানো যায় না! আমি একজন ডাক্তার, চট্টগ্রামে আমাকে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। আমার পক্ষে ঢাকার আবাসিক ক্যাম্পে টানা তিন মাস থাকা সম্ভব নয়। আমি ক্যাম্পের ভাতা চাই না। শুধু চট্টগ্রামে ব্যক্তিগতভাবে অনুশীলন করে এসএ গেমসের দল ঘোষণার আগে ট্রায়ালে যোগ দিতে চাই।’

আক্ষেপ নিয়ে তিনি আরও বলেছেন, ‘এর আগেও নিজে নিজে অনুশীলন করে দুটি এসএ গেমস আর একটি কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলাম। তখন তো কোনও সমস্যা হয়নি। তাহলে এখন কেন সমস্যা হবে? ক্যাম্পে যোগ দিলে আমার সংসার চলবে কী করে?’

এ বিষয়ে টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যাখ্যা, ‘আমাদের কিছু করার নেই। আমরা শুধু অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্দেশনা অনুসরণ করছি। আবাসিক ক্যাম্পে যোগ দেওয়া খেলোয়াড়রাই শুধু এসএ গেমসে অংশ নিতে পারবে। মানস ক্যাম্পে যোগ না দিলে আমাদের কিছু করার নেই। তার জন্য তো আমরা নিয়ম বদল করতে পারি না।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা