বিশ্ব দাবা অলিম্পিয়াডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার নর্ম মিস করেছেন। তবে নবম রাউন্ডে ফাহাদ মিস করলেও রানী হামিদ অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ছয় ম্যাচ খেলে সবকটিই জিতেছেন, যার মধ্যে টানা পাঁচটি। গত রাতে নারী বিভাগে শক্তিশালী আর্জেন্টিনার কাছে ১-৩ পয়েন্টে বাংলাদেশ হেরেছে। বাংলাদেশের হয়ে একমাত্র ম্যাচ জিতেছেন রানি হামিদ । তিনি হারিয়েছেন আর্জেন্টিনার আন্তর্জাতিক নারী মাস্টার মারিয়া বেলেনকে।
আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় নারী বিভাগে বাংলাদেশের অবস্থান ১৮৩টি দলের মধ্যে ৪৩তম। ৯ ম্যাচে ১১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে, লেবাননকে ২.৫-১.৫ পয়েন্টে হারিয়ে উন্মুক্ত বিভাগে ১৯৭টি দলের মধ্যে ৭৫তম স্থান নিয়াজ- রাজীবদের।