X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দি মারিয়ার বিকল্প কে?

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
০৩ ডিসেম্বর ২০২২, ১৭:৩৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৭:৩৯

লিওনেল মেসির সঙ্গে আক্রমণের সুতোটা বেশ ভালোভাবে বাঁধবেন, জায়গা পাল্টে  উইং দিয়ে মাপা ক্রস ফেলবেন— এমনটি আজ সকারুদের বিপক্ষে না-ও দেখা যেতে পারে।

বলা হচ্ছে, আনহেল দি মারিয়ার কথা। আগের ম্যাচে মাংসপেশির চোটে পড়ে মাঠ ছেড়ে উঠে যেতে হয়েছিল। সেই ম্যাচের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে। কিন্তু এখনও কোনও খুশির খবর মেলেনি। তাই মারিয়ার জায়গায় একাদশে কে নামতে পারবেন, তা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

এ নিয়ে তার দুশ্চিন্তাও কম নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে নক আউট পর্বে জুভেন্টাসের এই ফরোয়ার্ডের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় বিকল্প ভাবতে হচ্ছে। শেষ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার পর দি মারিয়াকে সাইড বেঞ্চে বসে খেলা দেখতে হলে বিকল্প কে হবেন, তা এরই মধ্যে হয়তো স্কালোনি ঠিক করে রেখেছেন। শুধু ম্যাচের আগেই তা পরিষ্কার করা হবে।

দি মারিয়ার বিকল্প কে?

দি মারিয়ার চোট মানে বড় ক্ষতি। মূলত রাইট উইংয়ে শক্তি কমে যাওয়া। একদমই তাকে না পেলে তখন কোচের কাছে কয়েকটি বিকল্প আছে— লাউতারো মার্তিনিজে, পাপ্পু গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আনহেল কোরেয়া। তবে কাকে কীভাবে খেলাবেন, কোন কৌশলে কে দলের সঙ্গে বেশ মিলে যান, তা কোচই ভালো বুঝে নির্বাচন করবেন।

আর্জেন্টাইন কোচ যেমনটা বলেছেন, ‘যেকোনও ম্যাচে দলে কম্বিনেশনটা খুব জরুরি। দি মারিয়া না থাকলে ফরোয়ার্ড লাইনের কম্বিনেশনটাও বদলে যাবে। অনেক ভালো বিকল্প আছে, তবে তারা ম্যাচে কীভাবে প্রতিক্রিয়া দেখাবে, সেটাই আসল ব্যাপার। আর মারিয়াকে নিয়ে তো কোনও ঝুঁকি নেওয়া যাবে না।’

এর অর্থ দাঁড়াচ্ছে, মারিয়ার বিকল্প ঠিকই খুঁজে পেয়েছেন স্কালোনি। কাল ম্যাচের আগে পাপ্পু গোমেজসহ অন্যদের দেখা গেছে অনুশীলনে। হয়তো সকারুদের বিপক্ষে ঠিকই সেরা একাদশ নিয়ে মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসা সৌদি কোচের পদত্যাগ
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা