X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সেরেনা-ভেনাস

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৭, ১৪:১৯আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৪:১৯

সেরেনা উইলিয়ামস মঞ্চটা হয়ে গেল তৈরি। গ্র্যান্ড স্লাম ফাইনাল আরেকবার দেখবে দুই বোনের লড়াই। সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস যে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল। এ নিয়ে নবম ফাইনালে মুখোমুখি হচ্ছেন আমেরিকান দুই বোন।

১৩তম বাছাই ভেনাস তার স্বদেশি কোকো ভ্যান্ডিওয়েগেকে হারিয়েছেন ৬-৭ (৩-৭), ৬-২, ৬-৩ গেমে। ৩৬ বছর বয়সী এই আমেরিকান ২০০৯ সালের পর উঠলেন কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে। অন্যদিকে তার ছোট বোন সেরেনা আক্ষরিক অর্থে উড়িয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার মিরিয়ানা লুসিচ-বারোনিকে। ৫০ মিনিটে পেয়েছেন তিনি ৬-২, ৬-১ গেমের জয়। তাতে টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ২৩ শিরোপা জেতার পথ তৈরি হয়ে গেল সেরেনার।

শুধু তা-ই নয়, অস্ট্রেলিয়ান ওপেনের সপ্তম শিরোপা জেতার মঞ্চে উঠেছেন উইলিয়ামস বোনদের ছোটজন। অন্যদিকে আট গ্র্যান্ড স্লাম জেতা ভেনাসের মিশন অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম শিরোপা জেতার। সবশেষ তিনি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ২০০৮ সালে, উইম্বলডন থেকে।

দুই বোনের মুখোমুখি লড়াই, অস্ট্রেলিয়ান ওপেনের উত্তাপটা বাড়িয়ে দিয়েছে আরও। যদিও গত কয়েক বছরের হিসাব বলছে, ভেনাসের বিপক্ষে লড়াইয়ে জয়ের হাসি থেকেছে সেরেনার ঠোঁটেই। দুই বোন বেড়ে উঠেছেন একসঙ্গে, তাই প্রতিপক্ষ সম্পর্কে খুব ভালো জানা বড় উইলিয়ামসের, ‘সেরেনা যেভাবে টেনিস খেলে, সেটা আসলে অসম্ভব। ওর বলে আঘাত করা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করা, সত্যি অসাধারণ। শনিবার ওর বিপক্ষে লড়াই করাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

ভেনাস উইলিয়ামস ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভেনাসকে পেয়ে খুশিই হওয়ার কথা সেরেনার। বড় বোনের বিপক্ষে গত কিছুদিনে যে তার জয়জয়কার। যদিও মোটেও হালকাভাবে নিচ্ছেন না, বরং ভেনাস বলে আরও বেশি সতর্ক সেরেনা, ‘ভেনাসের জন্য আমি গর্বিত। ও আমার অনুপ্রেরণা, আমার বড় বোন। ওকে ফাইনালে দেখে ভীষণ খুশি। ও আমরা সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, ভেনাস আমাকে যতবার হারিয়েছে, ততবার কেউ হারাতে পারেনি।’

শনিবারের ফাইনালের ফল যাইহোক, একটা বিষয় নিশ্চিত, অস্ট্রেলিয়ান ওপেনে এবারের শিরোপা যাচ্ছে উইলিয়ামস ঘরে। সেরেনা কথার শেষে সেটাও মনে করিয়ে দিয়েছেন এই বলে, ‘আমি মনে করছি যেই জিতুক কোনও সমস্যা নেই। এটা তো নিশ্চিত কোনও এক উইলিয়ামস জিততে যাচ্ছে এই টুর্নামেন্ট।’ বিবিসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ