X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ফেদেরারের বিদায়, কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫২

শেষ ষোলোতে বিদায় নিলেন ফেদেরার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে রজার ফেদেরারের বিপক্ষে লড়তে অপেক্ষা করছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু সেটা হতে দিলেন না অস্ট্রেলিয়ার জন মিলম্যান। টেনিস বিশ্বকে চমকে দিয়ে ফেদেরারকে শেষ ষোলোতেই বিদায় করলেন তিনি। প্রথমবার শীর্ষ দশের কোনও প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জোকোভিচের সঙ্গে মুখোমুখি লড়াই নিশ্চিত করেছেন মিলম্যান।

সোমবার শেষ ষোলোতে জোয়াও সোসাকে ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে হারান জোকোভিচ। সাবেক এক নম্বর তারকা প্রথম সেটে বাধার মুখে পড়লেও ঘুরে দাঁড়ান। তৃতীয় সেটে ২-১ এ এগিয়ে থাকার সময় অসুস্থতাবোধ করলে কোর্টের বাইরে যান চিকিৎসা নিতে। ফিরে এসে নিশ্চিত করেন কোয়ার্টার ফাইনাল।

২০০৬ সাল থেকে ইউএস ওপেনে প্রত্যেকবার সেমিফাইনাল নিশ্চিত করেছেন জোকোভিচ। সেই ধারা ধরে রাখতে এবার তাকে পেরোতে হবে মিলম্যানের বাধা।

হারের পর মিলম্যানকে অভিনন্দন জানালেন ফেদেরার দ্বিতীয় বাছাই ফেদেরারের কাছে প্রথম সেট হেরে গেলেও শেষ দুটি মিলম্যান জিতে নেন টাইব্রেকারে। ৩-৬, ৭-৫, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৩) গেমে সুইস তারকাকে হারিয়ে প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান। এতে রেকর্ড ষষ্ঠ ইউএস ওপেন হাতে নেওয়া হলো না ফেদেরারের। গত বছর কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া সাবেক এক নম্বর খেলোয়াড় এবার থামলেন শেষ ষোলোতেই।

২০১৪ সালের ইউএস ওপেন ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে এবার শেষ আটে। গ্র্যান্ড স্লাম হাতছাড়া হওয়ার প্রতিশোধ নিতে মারিন চিলিচের মুখোমুখি হচ্ছেন কেই নিশিকোরি। চার বছর আগে জাপানি তারকাকে হারিয়ে একমাত্র গ্র্যান্ড স্লাম জেতেন চিলিচ। ক্রোয়েশিয়ার এই সপ্তম বাছাই ৭-৬ (৮-৬), ৬-২, ৬-৪ গেমে হারান ডেভিড গফিনকে। আর নিশিকোরি কোয়ার্টার ফাইনালে উঠেছেন ফিলিপ কোলশ্রেইবারকে ৬-৩, ৬-২, ৭-৫ গেমে হারিয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ